চট্টগ্রামে থার্টি ফার্স্ট নাইটে কনসার্ট

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতসংলগ্ন বোট ক্লাবে অনুষ্ঠিত হবে কনসার্ট। ছবি : সংগৃহীত
থার্টি ফার্স্ট নাইটে বেসরকারি চ্যানেল বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে ইয়ার এন্ডিং কনসার্ট বৈশাখী ধামাকা।
কনসার্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতসংলগ্ন বোট ক্লাবে। বৈশাখী টেলিভিশনের এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
বৈশাখী ধামাকায় সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড মাইলস, জলের গান, সংগীতশিল্পী হায়দার হোসেন, ফকির শাহাবুদ্দিন, সন্দীপন ও চৈতি মুৎসুদ্দি।
সরাসরি কনসার্ট উপভোগ করা যাবে একদম ফ্রি তবে এসএমএসের মাধ্যমে নাম নিবন্ধন করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বৈশাখী টেলিভিশনের পর্দায়।