বড়দিনে ছেলেকে নিয়ে ঘুরলেন শুভ্র দেব
সংগীতশিল্পী শুভ্র দেবের একমাত্র ছেলে শ্রেয়ান। তার বয়স আট বছর। ক্লাস টুতে পড়ছে সে। আজ বড়দিনে তাকে নিয়ে সকালে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘কিডস পুল পার্টিতে’ গিয়েছিলেন শুভ্র দেব।
‘কিডস পুল পার্টিতে’ যেতে কেমন লাগে জানতে চাইলে শুভ্র দেব এনটিভি অনলাইনকে বলেন, ‘অসাধারণ। আমার ছেলে শ্রেয়ান তো ভীষণ পছন্দ করে। সান্তা ক্লজের প্রতি ওর আলাদা আগ্রহ রয়েছে। এবার বড়দিন উপলক্ষে শ্রেয়ান উপহারও পেয়েছে অনেক। আর একটা কথা, আমার মামি খ্রিস্টান। তাই অনেক আগে থেকে আমাদের পরিবার ধুমধাম করে বড়দিন পালন করে। এ ছাড়া পূজা, ঈদ সব উৎসবে আমরা অনেক মজা করি।’
উৎসব ছাড়া ছেলেকে নিয়ে বাইরে ঘোরা হয় কি না জানতে চাইলে শুভ্র দেব বলেন, ‘আমার অবসর খুব কম। তাই নিয়মিত ছেলেকে নিয়ে বাইরে ঘোরার ইচ্ছে থাকলেও সম্ভব হয় না। তারপরও আমি খুব চেষ্টা করি পরিবার ও ছেলেকে সময় দিতে।’