কানাডায় নববর্ষ উদযাপন করবেন লিজা

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার এ বছর ভালোই কেটেছে। পুরো বছর তিনি আনন্দে কাটিয়েছেন। আনন্দে কাটানোর একটা কারণও আছে। এ বছর লিজার নতুন একক অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’ মুক্তি পায়। অ্যালবাম প্রকাশের পর থেকেই ঘুরে ঘুরে বেড়াচ্ছেন লিজা।
‘পাগলী সুরাইয়া’ প্রকাশের পর একদম স্থির ছিলেন না এই সংগীতশিল্পী। আজ এখানে কনসার্ট তো কাল সেখানে। এভাবে বছর শেষ করেছেন লিজা। তবে এ বছরে নিউইয়র্কে বেশি সময় কাটিয়েছেন তিনি। এখন তিনি আছেন কানাডায়। ইংরেজি নববর্ষ সেখানেই উদযাপন করবেন লিজা। আজ রাতে কানাডার এক কনসার্টেও অংশ নিবেন তিনি। এমনটিই টেলিফোনে এনটিভি অনলাইনকে জানান লিজা।
লিজা বলেন, ‘আজ কানাডায় শো করব। এরপর কানাডাতেই নববর্ষ উদযাপন করব। সেখানে কিছুদিন ঘুরে নিউইয়র্কে যাব। নিউইয়র্ক থেকে ঢাকায় সরাসরি ফিরব ৬ জানুয়ারি।’
এদিকে দেশের বাইরে কনসার্ট করতে কেমন লাগে জানতে চাইলে লিজা বলেন, ‘দারুণ লাগে। বিদেশি ও প্রবাসী বাংলাদেশি দর্শক-শ্রোতারা অনেক আন্তরিক। গান গাইলে বিপুল পরিমাণে সাড়া পাই। আর ভক্তরা যখন আমার গান পছন্দ করেন তখন সব কষ্ট ভুলে যাই।’