ইয়াসমিন মুশতারীর সংগীতসন্ধ্যা

নজরুল অন্তঃপ্রাণ শিল্পী ইয়াসমিন মুশতারী। নজরুলগীতি নিয়ে নিয়মিত সঙ্গীত সাধনা করলেও গানের আসরে খুব কমই দেখা মেলে তাঁর। শুদ্ধ সুরে নজরুল সংগীতের প্রসারে শিল্পীর অসামান্য ভূমিকার কথা সামনে রেখে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমূখী’র আয়োজনে অনুষ্ঠিত হলো শিল্পী ইয়াসমিন মুশতারীর একক সংগীতসন্ধ্যা।
গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত ‘শীতের হাওয়ায় লাগল নাচন’ শীর্ষক অনুষ্ঠানে শিল্পী ইয়াসমিন মুশতারী পরিবেশন করেন নজরুলের বিভিন্ন ধারার গান।
জাতির জনক বঙ্গবন্ধু স্মরণে ‘সাক্ষী থেকো রাতের তারা/সাক্ষী থেকো মৌন ইতিহাস/শেখ মুজিবের রক্তে বাংলাদেশ/ধুয়ে মুছে একদিন হয়েছিল নিঃশেষ’ গানটির মধ্য দিয়ে শুরু করেন তাঁর এই একক সংগীতসন্ধ্যা।
এরপর শিল্পী শুরু করেন নজরুলসংগীত পরিবেশন। একে একে তিনি গেয়ে শোনান- এত জল ও কাজল চোখে আনল বলো কে, হারানো হিয়ার নিকুঞ্জ পথে, শাওন রাতে যদি, মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও, সাত ভাই চম্পা ডাকে, হে প্রিয় আমারে, কুলায় ফিরল পাখি, ঘরে তুমি ফিরলে না, পদ্মার ঢেউরে-সহ ১৫টি মনোমুগ্ধকর গান। এ সময় গান শুনে মুগ্ধ হন শ্রোতারা।
গানের ফাঁকে ফাঁকে কাজী নজরুল ইসলামের লেখা থেকে পাঠ ও কথনে অংশ নেন সাবেক সংস্কৃতিসচিব ড. রনজিৎ বিশ্বাস।
এ পর্যন্ত শিল্পী ইয়াসমিন মুশতারীর ৭টি নজরুল সংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন কবি মাহবুব উল আলম চৌধুরী পদক।