দীপিকার মা-বাবার আশীর্বাদ নিয়েছেন রণবীর
প্রথমে এ নিয়ে জোর কথা হচ্ছিল। দীপিকার মা-বাবার পা ছুঁয়ে নাকি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে আশীর্বাদ নিয়েছেন রণবীর সিং। তবে সেটা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। কারণ, কেউ তো আর অনুষ্ঠানটি দেখেননি তখনো। তবে ‘উড়ো খবর’ থেকে বিষয়টি পাকা খবর হয়েছে গতকালই।
দিনকয়েক আগে যাঁরা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানটি স্যাটেলাইট চ্যানেলে দেখেছেন পুরোপুরি, তাঁরা এরই মধ্যে জানেন বিষয়টি। সেই সঙ্গে সবাইকে নিশ্চিত করে দিয়ে গতকাল টুইটারে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ফ্যান অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়।
ভিডিওতে দেখা যায়, পুরস্কারের ঘোষণা আসার পর রণবীর ধীরে ধীরে দীপিকার মায়ের দিকে এগিয়ে যান এবং তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেন। পাশেই ছিলেন দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন। প্রকাশের মুখ ছিল মোটামুটি গম্ভীর! এর পর রণবীর হাত মেলান প্রকাশের সঙ্গে, তার পর প্রকাশের পা ছুঁয়েও আশীর্বাদ নেন।
সাফল্যের পথে সবচেয়ে বড় সঙ্গী বুঝি দীপিকাই! তাই তিনি আলাদা হয়ে দাঁড়িয়েই দূর থেকে দেখছিলেন রণবীরের গতিশীল বিচরণ। আশপাশে তাকিয়ে এবং সবার উদ্দেশে হাত নেড়ে রণবীর এগিয়ে আসেন দীপিকার কাছে, তাঁকে আলিঙ্গন করেন। ‘রণবীর দীপিকা ফ্যান ক্লাব’ নামের ওই টুইটার অ্যাকাউন্ট থেকে টানা দুটি ভিডিও পোস্টের মাধ্যমে পুরো ঘটনাটি দেখানো হয়।
‘বাজিরাও মাস্তানি’র দারুণ সাফল্যের পর রণবীর সিং এখন বেশ ফুরফুরে সময় কাটাচ্ছেন বলা যায়। তবে দীপিকা ভীষণ ব্যস্ত, এ বছর বলিউডে সময়ই দিতে পারবেন না হয়তো। হলিউডের অ্যাকশন থ্রিলার ‘ট্রিপল এক্স’-এর নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। সঙ্গে রয়েছেন অবশ্যই ভিন ডিজেল!