ফারুকীর নতুন ছবিতে ইরফান খান

নন্দিত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন। জনপ্রিয় বলিউড অভিনেতা ইরফান খান অভিনয় করতে যাচ্ছেন এই ছবিতে। ছবির নাম ‘ডুব’। ইরফান ছাড়াও এতে থাকছেন তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র। এনটিভি অনলাইনকে এ বিষয়ে নিশ্চিত করে ফারুকী বলেন, ‘হ্যাঁ, আমি নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছি। খুব শিগগির ছবির কাজ শুরু করব।’
এদিকে, আজ মঙ্গলবার মাঝরাতে মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক স্ট্যাটাসে নতুন ছবির বিষয়টি নিয়ে লিখেছেন। স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু দেওয়া হলো :
কাছের মানুষ যাঁরা, তাঁরা ঠিকই অনুমান করছিলেন ‘বড় কিছুর আয়োজন হচ্ছে’। আমিও বড় পেন্সিল শেয়ার দিয়ে লিখছিলাম ‘থিংক বিগ’!
সো হেয়ার ইজ দ্য বিগ নিউজ।
ইরফান খান কাজ করছেন আমার পরের ছবি ‘ডুব’-এ ( ইংরেজি টাইটেল : নো বেড অব রোজেস)। শুধু অভিনয়ই করছেন না, তিনি ভালোবেসে ছবিটির সহ-প্রযোজনাও করছেন।
ইরফান খান আমার প্রিয় অভিনেতাদের একজন। তাঁর প্রতি কৃতজ্ঞতা আমাকে ভালোবাসার জন্য।
তাঁর সাথে লিড রোলে থাকবে নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী।
গোপনে ছবির প্রস্তুতি নেওয়া যে কত কঠিন, সেটা গত কয় মাস আমি হাড়ে হাড়ে টের পেয়েছি।
অবশেষে আমি মোটামুটি প্রেস এমবার্গো থেকে মুক্ত। এবং মন খুলে আমার নতুন ছবির কথা বলতে পারি।
ছবির প্রযোজক জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এস কে মুভিজ।
সহ-প্রযোজক : ইরফান খান।
সবাইকে পাশে চাই, ভাই ও বোনেরা।
আপনারা পাশে থাকলে পার হয়ে যাবো দুর্গম গিরি কান্তার মরু।
চলো বাংলাদেশ।