বলিউড অভিনেতা ইরফান খান এখন ঢাকায়

আজ বুধবার সকাল ১১টায় ঢাকায় এসেছেন বলিউড অভিনেতা ইরফান খান। বর্তমানে ঢাকার একটি অভিজাত হোটেলে তিনি অবস্থান করছেন। এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন দেশের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী বলেন, ‘ইরফান খান ভালোভাবে ঢাকায় এসে পৌঁছেছেন। ১৮ তারিখ সন্ধ্যায় আমরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করব। সেখানে ছবি নিয়ে সব কথা বলব আমরা। উপস্থিত থাকবেন ছবির প্রযোজক ও শিল্পীরা।’
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির শুটিংয়ের জন্যই ঢাকায় এসেছেন ইরফান খান। ছবির শুটিংয়ের জন্য তিনি ঢাকায় থাকবেন টানা ২৫ দিন। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
ইরফান ও তিশা ছাড়া ছবিতে আরো অভিনয় করবেন রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, অশোক ধনুকা, পার্নো মিত্র প্রমুখ। ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ভারতের এস কে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আই কে কোং।