এ কোন অক্ষয়?

ছবি দেথে প্রথমে চিনতে অসুবিধাই হবে। চরিত্রের প্রয়োজনে এমনই এক চেহারা ধারণ করেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার।
তবে অক্ষয় এবার অভিনয় করছেন খলনায়কের ভূমিকায়। খলনায়কের সাজে নিজের এই ছবি টুইটারে পোস্ট করা হয়েছে অক্ষয়ের ফ্যান ক্লাবের পক্ষ থেকে।
তামিল ছবি ‘২.০’ তে এক ক্ষ্যাপাটে বৈজ্ঞানিকের ভূমিকায় অভিনয় করবেন অক্ষয়। ছবিতে অক্ষয়ের চরিত্রের নাম ডক্টর রিচার্ড।
আর এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন রজনীকান্ত। এবারই প্রথম একই ছবিতে দেখা যাবে রজনীকান্ত ও অক্ষয় কুমারকে। এ ছাড়া রয়েছেন অ্যামি জ্যাকসন।
২.০ ছবিটির আরেক নাম ‘এনথিরান ২’। কারণ এটি ২০১০ সালের ব্লকবাস্টার তামিল ছবি ‘এনথিরান’-এর সিক্যুয়াল। এনথিরান ছবিটির গল্প নিয়ে পরবর্তীতে হিন্দিতে ‘রোবট’ ছবিটি নির্মাণ করা হয়।
রোবট ছবিতে নায়ক ও খলনায়ক দুই ভূমিকাতেই অভিনয় করেছিলেন রজনীকান্ত। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
এই ছবির শুটিংয়ে অংশ নিতে নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গিয়েছিলেন অক্ষয়। সেখানেই তোলা হয়েছে তাঁর ছবিগুলো।
দিল্লিতে শুটিং শেষ করার পর ছবির ইউনিট যাবে মরক্কোতে। সেখানেও ছবিটির বেশকিছু দৃশ্যধারণ করা হবে। ২.০ ছবিটি পরিচালনা করছেন শংকর।
৩৫০ কোটি রুপির বিশাল বাজেটের এই ছবিটি আগামী বছর মুক্তি পাবে।