মিলিটারি ট্রেনিং নিচ্ছেন শহিদ
ছবিতে যেমন চরিত্র, চালচলনে তেমন ফুটে না উঠলে তো চলবে না। শহিদ কাপুর এ নিয়ে পুরোদমে সজাগ। ‘রেঙ্গুন’-এর জন্য পুরোদস্তুর আর্মি অফিসার হয়ে উঠছেন বলিউডের এই হার্টথ্রব নায়ক। সকাল-বিকেল ট্রেনিং চলছে তাঁর, খাঁটি আর্মি অফিসারদের মতোই।
বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ ছবিতে কে বা কারা অভিনয় করছেন, এ নিয়ে বহুদিন ধরে কানাঘুষা চলেছে বি টাউনে। শহিদ কাপুরের নাম শুরুর দিকে শোনা গেলেও তখন এ নিয়ে মুখ খুলতে রাজি হননি তিনি। অবশ্য সেসব কথা এখন নেহাত পুরোনো। আপাতত ফিটনেস ট্রেনারের নির্দেশনা মেনে চলার দিকেই গভীর মনোযোগ রাখতে হচ্ছে তাঁর।
সান্তাবান্তার খবরে জানা গেল, ট্রেনিংয়ে বলিউডি নায়ক বলে একটুও ছাড় পাচ্ছেন না শহিদ। চরিত্রের জন্য মানানসই করে তুলতে তাঁকে ঠিকঠাক গড়েপিঠে নেওয়ার নির্দেশ রয়েছে পরিচালকের। কষ্ট হলেও শহিদের তাতে আপত্তি নেই মোটেও।
কেবল পাকানো পেশির চমক নয়—সঙ্গে লম্বা দৌড়, রশি বেয়ে ওঠা, স্কোয়াট, ডেডলিফট, পুশআপ-পুলআপ, আরো নানা কিসিমের শারীরিক চর্চা চলছে শহিদ কাপুরের।
এই বিশেষ ব্যায়ামের কার্যক্রম ছবির কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই চালু করে দিয়েছেন শহিদ কাপুর। তাঁর কথা হলো, চরিত্রের মধ্যে মিশে যাওয়া চাই, সে যেমন করেই হোক। সে জন্য পরিশ্রমের পরোয়া করবেন না তিনি। শুটিংয়ের বাইরে প্রতিদিন নিয়ম করে এক ঘণ্টার বেশি সময় চালিয়ে যাচ্ছেন ট্রেনিং।
শহিদ ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন সাইফ আলি খান ও কঙ্গনা রানাউত। চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।