জন আব্রাহাম কি লাজুক?
‘ঘর আমার। শোব আমি। তো নিজের ঘরে চাদরের নিচে শোবার সময় জামা-কাপড় পরে কেন শোব? গায়ে কিছু না রেখে ঘুমানোটা আমার কাছে ভীষণ আরামের। এই ব্যাপারটা আমার কাছে ফ্রিডম অব মুভমেন্ট।’ সম্প্রতি ভারতের একটি টিভি টক শোতে এসে নিজের সম্পর্কে এমন গোপন কথা ফাঁস করে দিয়েছেন বলিউডের হ্যান্ডসাম অ্যাক্টর জন আব্রাহাম।
অবশ্য আব্রাহামের এই সরল স্বীকারোক্তি ঝড়ের গতিতে এরই মধ্যেই ছড়িয়ে পড়তে আরম্ভ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেও। নিজের সম্পর্কে শুধু এইটুকুই বলে থেমে থাকেননি জন। সবাইকে অবাক করে দিয়ে তিনি বলেন, একবার ছবির শুটিংয়ের জন্য হল্যান্ড গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে নাকি একজন ভক্ত মহিলা স্রেফ তাঁর শরীর ছোঁয়ার জন্য খামচে রক্ত বের করে দিয়েছিলেন! জন আব্রাহাম জানান, হল্যান্ডে শুটিংয়ের ফাঁকে মহিলাভক্তরা তাঁকে ঘিরে ধরেন। তারপর তাঁদের মধ্য থেকে এক মহিলা নাকি আচমকা জনের শার্টের মধ্যে হাত ঢুকিয়ে খামচে দেন তাঁকে! এরপর ওই মহিলার এমন অস্বাভাবিক কাণ্ডের কারণ জানতে চাইলে তিনি জানান, ‘জনের শরীরের এক টুকরো চামড়া পেতেই নাকি তাঁর ওই চেষ্টা।’
তবে জন আব্রাহামের চেহারার টানে যে মেয়েরা প্রেমে পড়েন না, এমনটা কিন্তু নয়। নারীমহলে জনের একটা ফ্যান গ্রুপ রয়েছেই। তবে নারীদের চোখে চোখ রেখে নাকি বেশিক্ষণ কথা বলতে পারেন না জন।
এমনটা গুঞ্জন শোনা যায়। যে কারণে অনেকে ভাবেন জন খুবই লাজুক। কিন্তু ব্যাপারটি মোটেই তেমন নয়। একদমই লাজুক নন এই বলিউডি হ্যান্ডসাম। কুণ্ঠার কারণেই নাকি মাথা নিচু করে নেন তিনি।
ঘটনাটা হলো, জন আব্রাহামের মুখে রয়েছে ব্রণ। তাই কোনো মহিলা তাঁর মুখের দিকে তাকালেই নাকি জন ভেবে বসেন, ওই মহিলা বোধহয় তাঁর মুখের ব্রণের দিকে তাকাচ্ছেন। যে কারণেই নাকি মাথা নিচু করে নেন জন আব্রাহাম।