অভিনয়ের মধ্যে কমেডি কঠিন : জন আব্রাহাম
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/01/21/photo-1453357332.jpg)
‘ভালো কাজ করতে গেলে সময় লাগে। হুট করে ভালো কাজ করা খুব কঠিন ব্যাপার। তা ছাড়া আমি শুধু একজন অভিনেতা নই, একজন প্রযোজকও বটে। তাই স্ক্রিপ্ট তৈরি করা ও পড়া, ভালো গল্প খোঁজা এসব খুব শক্ত কাজ।’ সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘিরে নিজের নানা অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেতা জন আব্রাহাম।
মাত্র কিছুদিন হলো জনের কমেডি ছবি ‘ওয়েলকাম ব্যাক’ মুক্তি পেয়েছে। এ ছবিতে অভিনয় করে যথেষ্ট খুশি জন আব্রাহাম। তিনি বলেন, ‘কমেডি হলো অভিনয়ের মধ্যে সবচেয়ে কঠিন কাজ। সেদিক থেকে দেখতে গেলে ড্রামা অনেকটাই সহজ।’ এই অভিনেতার বলিউডে বন্ধু সার্কেলটাও বেশ অদ্ভুত। নিজেই জানালেন, ইন্ডাস্ট্রিতে মেয়েবন্ধুর থেকে ছেলেবন্ধুর সংখ্যা তাঁর বেশি। ছেলেদের সঙ্গে নাকি জনের বন্ডিংটা সবচেয়ে ভালো হয়। তবে মেয়েদের সঙ্গে সেই বন্ধুত্বের বন্ধনটা কেন জোরদার হয় না, তার উত্তর অবশ্য দেননি জন। জানিয়ে দিলেন, অক্ষয় কুমার তাঁর খুব ভালো বন্ধু। অক্ষয় কুমারই তাঁকে প্রথম বলেছিলেন, ‘ওয়েলকাম ব্যাক’ ছবিটা তাঁর করা উচিত। কারণ, এই ছবির দৌলতেই নাকি জনের অডিয়েন্স বাড়বে। এ ছাড়া অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গেও ভালো বোঝাপড়া রয়েছে জনের।
বলিউড ইন্ডাস্ট্রিতে জন আব্রাহামের খুব কাছের মানুষ আছেন আরেকজন। তিনি নানা পাটেকর। ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ ছবি করার সময়েই নানা পাটেকরের সংস্পর্শে আসেন তিনি। জন মনে করেন, খাঁটি মানুষ বলতে যা বোঝায়, নানা পাটেকর হলেন তাই। এখনো মাটির কাছাকাছি থাকেন। মানুষের পাশে থাকতেই ভালোবাসেন। জমিতে চাষাবাদ করেন। মনে কোনো ময়লা নেই।
আজও বলিউডের মাটিতে গুঞ্জন শোনা যায়, ফিটনেসের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডর নাকি তিনিই। এ প্রসঙ্গে জনের সাফ উত্তর, ‘অনেক ক্ষেত্রেই দেখা যায়, চরিত্রের জন্য সিক্স কিংবা এইট প্যাক বানাতে দেখা যায় অনেক অভিনেতাকে। কিন্তু আমি কখনই সে রকম মনে করি না। ২০০৩ সাল থেকেই আমার চেহারা প্রায় একই রকম রয়েছে। আর আমি সব সময় চেষ্টা করি চেহারাটাকে এভাবে ধরে রাখার।
নিয়ম করে রাত সাড়ে ৯টায় শুয়ে পড়ি। আর ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে উঠে পড়ি। খাবারদাবারের ক্ষেত্রে চিনি এবং ভাজাপোড়া একেবারেই বাদ রেখে দিয়েছি। প্রায় কুড়ি বছর হয়ে গেল, সব ধরনের ড্রিংক করা ছেড়ে দিয়েছি।’
ইন্ডাস্ট্রিতে ভালো ফিটনেসের মডেলরাই বলিউডের রোল মডেল হওয়া উচিত বলে মনে করেন জন আব্রাহাম।