সেলফিই এ যুগের অটোগ্রাফ : অর্জুন কাপুর
সেলফিকে এ যুগের অটোগ্রাফ বলেছেন ‘ইশাকজাদে’খ্যাত বলিউড অভিনেতা অর্জুন কাপুর। অবশ্য খুব একটা ভুল বলেননি অর্জুন। কারণ ভক্তরা এখন প্রিয় তারকাদের সঙ্গে সেলফি তুলতেই বেশি ব্যস্ত থাকেন।
স্মার্টফোনের বদৌলতে এখন সবার কাছেই ক্যামেরা। আর তাই প্রিয় তারকাকে কাছে পেয়ে একটা ছবি না তুললে যেন মুহূর্তটা হাতছাড়া হয়ে যায় ভক্তদের।
আর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবিগুলো শেয়ার করার ব্যাপারও আছে।
এমটিভি ইন্ডিয়াকে অর্জুন বলেন, ‘ভক্তদের কাছে এখন সেলফিই অটোগ্রাফ। কোনো ভক্তের সঙ্গে একটি সেলফি তুললেন মানে আপনি তাঁর অন্তরের মধ্যে সারা জীবনের জন্য গেঁথে গেলেন। আর তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করলেন তো ভক্তদের মাঝে একটি খারাপ ধারণা সৃষ্টি করলেন।’
এ ছাড়া ভিড়ের কারণে ভক্তদের সঙ্গে সেলফি তুলতে না পারলে খারাপ লাগে বলেও জানিয়েছেন অর্জুন।
সম্প্রতি মুক্তি পেয়েছে অর্জুন কাপুরের ‘কি অ্যান্ড কা’ ছবিটি। এই ছবিতে ভারতে বিবাহিত দম্পতিরা যেসব সামাজিক বৈষম্যের সম্মুখীন হয় তা তুলে ধরা হয়েছে।
ছবিতে স্বামীর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন। আর স্ত্রীর ভূমিকায় আছেন কারিনা কাপুর খান।
এরই মধ্যে বেশ প্রশংসিত হয়েছে ছবিটি। আর এতে খুশি অর্জুনও। তিনি বলেন, ‘এটা আমার সেরা কাজগুলোর মধ্যে একটি। সত্যি বলতে, দর্শকরাও ছবিটি থেকে এতটা আশা করেননি। তাই ছবিটি দেখে তাঁরা বেশ অবাক হয়েছেন বলতেই হবে।’
অর্জুন আরো বলেন, ‘ছবিটি দেখে দর্শকরা সিনেমা হল থেকে হাসিমুখে বের হচ্ছে, এতেই আমি খুশি। আর আমার ছবি দেখে দর্শক আনন্দ পাচ্ছে, একজন অভিনেতা হিসেবে এটাই তো আমার কাজ।’
বর্তমানে অর্জুন তাঁর পরবর্তী ছবি ‘হাফ গার্লফ্রেন্ড’-এ অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। চেতন ভগতের লেখা উপন্যাস ‘হাফ গার্লফ্রেন্ড’ অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন মোহিত সুরি।
এর আগে চেতন ভগতের উপন্যাস ‘টু স্টেটস’ অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্রে অভিনয় করেছিলেন অর্জুন কাপুর।