রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ ২০১৫
শুরু হচ্ছে আজ

এনটিভিতে আজ থেকে শুরু হতে যাচ্ছে রান্নাবিষয়ক রিয়্যালিটি শো ‘রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ ২০১৫’। ১৬ পর্বের এই অনুষ্ঠানটি প্রতি রোববার ও শুক্রবার রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে। এই অনুষ্ঠানের বিচারক প্যানেলে থাকবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান, ওয়াটার ক্রেস্ট রেস্টুরেন্টের নির্বাহী শেফ সৈয়দ তোজাম্মেল হক তারেক, কালেমারি এক্সপার্ট শাহেদা ইয়াসমিন। এ ছাড়া অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ান মাস্টার শেফ ২০১৩ বিজয়ী এমাডিন, বিশিষ্ট শেফ জেরার্ট ওয়ালেট ও ফ্রেডরিক।
ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নাজিবা বাশার।
প্রযোজক ওয়াহিদুল ইসলাম শুভ্র বলেন, ‘রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ ২০১৫ অনুষ্ঠানটি আমরা অনেক যত্ন নিয়ে করেছি। আজ থেকে এটা প্রচার হতে যাচ্ছে। আমার ভয় কাজ করছে না বরং আত্মবিশ্বাস নিয়ে বলছি, অনুষ্ঠানটি সবার ভালো লাগবে।’
উপস্থাপক নাজিবা বাশার বলেন, ‘গতবারের থেকে এবারের অনুষ্ঠানটি অনেক ভালো হয়েছে। পুরো টিম অনেক পরিশ্রম করে কাজটি যথাযথভাবে শেষ করেছেন। আমার অভিজ্ঞতা অনেক ভালো ছিল। অনেক আরাম-আয়েশ নিয়ে কাজ শেষ করেছি।’
‘রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ ২০১৫’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে প্রায় ১০ হাজার প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। সেখান থেকে যাচাই-বাছাই করে ৬০ জনকে নির্বাচন করা হয়। পরবর্তী সময়ে ১৬ জন চূড়ান্ত পর্বের জন্য লড়াই করেন। জাতীয় পর্যায়ের চূড়ান্ত বিজয়ী পাবেন ১০ লাখ টাকা এবং প্রথম ও দ্বিতীয় রানার আপ পাবেন যথাক্রমে পাঁচ লাখ ও দুই লাখ টাকা।