সহকারী পরিচালকদের নির্বাচন
মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৬ এপ্রিল

আগামী ১৫ মে বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এরইমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। এই নির্বাচনে ভোটার সংখ্যা ১৯২ জন। মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ এপ্রিল। মনোনয়নপত্র চূড়ান্ত বাছাইয়ের পর ২৭ এপ্রিল প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সোহানুর রহমান সোহান। তবে ৩০ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আগামী ১৫ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
নির্বাচন কমিশনার সোহানুর রহমান সোহান এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ যাঁরা সহকারী পরিচালক তাঁরা আগামী দিনের পরিচালক। আমিও এক সময় এই সমিতির সদস্য ছিলাম। এখন সিনেমার দিন পরিবর্তন হচ্ছে- আমার আশা থাকবে তারা এই নতুন দিনের জন্য নিজেদের তৈরি করবে। পরিচালক সমিতি থেকে তাদের জন্য সব সময় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
এখন পর্যন্ত কোনো প্যানেল চূড়ান্ত না হলেও দুই থেকে তিনটি প্যানেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সাবেক সাধারণ সম্পাদক এস আই ফারুক বলেন, “সম্মানিত সদস্যরা আমাকে নির্বাচন করার জন্য চাপ দিলেও এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আমি ব্যক্তিগতভাবে নিতে পারিনি। কারণ এর আগে আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমি জানি কত ধরনের দায়িত্ব নিতে হয় এই সমিতির দায়িত্ব নিলে। আর আমাকে সদস্যরা পছন্দ করে কারণ আমি কোনো কিছু এড়িয়ে যেতে পারি না। আমি নির্বাচনে না দাঁড়ালেও এই সমিতির সব ধরনের কাজে সবার সাথে থাকব।’
সম্ভাব্য প্রার্থী মহসিন বলেন, ‘এর আগে আমি যখন সভাপতি ছিলাম তখন আমি কী কাজ করেছি সেটা সবাই জানে। গত নির্বাচনে আমি দাঁড়াইনি। কারণ নতুনরা কেমন করে দেখার ইচ্ছা ছিল। আমি খুবই হতাশ । আর এই সংগঠন আমার প্রাণের সংগঠন- তাই আমি এই বছর নির্বাচন করব। আশা করি সবাই আমাকে ভোট দেবেন।’