কলকাতার পরমব্রত ঢাকায়

আগামীকাল বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, থেকে বিএফডিসিতে নতুন ছবির কাজ শুরু করছেন কলকাতার জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নাম ‘ভয়ংকর সুন্দর’। আর পরিচালকের নাম অনিমেষ আইচ। পরমব্রতের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের আশনা হাবিব ভাবনা। আজ বিকেল ৪টায় এমন খবরই জানানো হলো রাজধানীর এক রেস্তোরাঁয়।
দুপুর ১২টায় সংবাদ সম্মেলন শুরুর কথা থাকলেও ‘ভয়ংকর’ দেরিতে বিকেল ৪টায় শুরু হয় সম্মেলন। আর এতে অনেকটা কৌতুকের সুরেই পরিচালক অনিমেশ আইচ বলেন, ‘ভয়ংকর দেরিতে শুরু হলো সংবাদ সম্মেলনটি। আমি জানি শুটিংয়েও ভয়ংকর রকম সমস্যা হবে। এরপরও আমার বিশ্বাস ছবিটি দর্শকদের গল্পটি ভালো লাগবে।’
দেরিতে আসার জন্য কলকাতার জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় সবার কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘আমি একটি ফ্লাইট মিস করায় ঢাকায় আসতে দেরি হয়েছে। কিন্তু আগামী ২৪ দিন ঢাকায় থাকব। সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে কাজটি শেষ করতে পারি।’
এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর নাটকে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন ভাবনা। তিনি বলেন, ‘অনিমেশ দাদার সাথে কাজ করতে পারাটা ভাগ্যের বিষয় আমার জন্য। আমি চেষ্টা করব আমার অভিনয়ের সেরাটা দর্শকদের উপহার দিতে।’
বাংলাদেশের গুণী নির্মাতা অনিমেষ আইচের প্রথম ছবি ‘না মানুষ’। কিছুদিন শুটিং হওয়ার পর ছবিটির কাজ বন্ধ হয়ে যায়। অনিমেষ আইচ পরিচালিত দ্বিতীয় ছবি ‘জিরো ডিগ্রি’, এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও জয়া আহসান। অনিমেষ আইচের তৃতীয় এই ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি প্রযোজনা করছে স্কয়ার। আর এতে পরমব্রত ও ভাবনা ছাড়াও অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, দিহান, এ্যালেন শুভ্র ও সমাপ্তি।