সবাইকে খুব পরিচিত লাগছে : পরমব্রত

বাংলাদেশে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। আজ বৃহস্পতিবার বিএফডিসির সাত নম্বর শুটিং ফ্লোরে বিকেল ৩টা ৩০ মিনিটে অনিমেশ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ ছবির শুটিং শুরু হয়। আর এই ছবিতেই অভিনয় করছেন পরমব্রত। তাঁর বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের আশনা হাবিব ভাবনা।
শুটিং শুরুর আগে পরিচালক অনিমেশ আইচ বলেন, ‘আজ আমরা এই ছবির শুটিং শুরু করছি। কয়েক দিন আগে কয়েকটি পত্রিকায় দেখেছি, আমি নাকি এই ছবির কাজ আগেই শুরু করেছিলাম। আসলে আমরা আজ থেকেই শুটিং করছি, এর আগে যেটা করেছি সেটা প্রি-প্রডাকশন, ছবির শুটিং নয়। এই ছবির গল্পটা অনেক সুন্দর। আমার বিশ্বাস দর্শকদের গল্পটি ভালো লাগবে।’
কলকাতার জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘আমি এর আগে বোম্বের ছবিতে কাজ করতে গিয়ে দেখেছি তারা সব কিছুতে অনেক আন্তরিক। বাংলাদেশে গতকাল এসে আমার ধারণা পাল্টে যায়। কারণ বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের চলচ্চিত্রের মানুষ অনেক অনেক বেশি আন্তরিক। কাজের বিষয়ে সবাই খুব সিরিয়াস। আর এই ছবির গল্পটাও দারুণ।’
বাংলাদেশের কোনো ছবিতে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে পরমব্রত বলেন, ‘ক্যামেরার সামনে যখন দাঁড়াই, তখন সবকিছু ভুলে যাই। কাজের বিষয়টিই মাথায় থাকে। কলকাতা আর ঢাকার কালচার বা সিনেমার ধরনের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমার বিশেষ কিছু মনে হচ্ছে না। ঢাকায় আসার পর সবাই আমাকে এত আপন করে নিয়েছেন যে সবাইকে খুব পরিচিত মনে হচ্ছে।’
অন্যদিকে, এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর নাটকে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন ভাবনা। তিনি বলেন, ‘অনিমেশ দাদার সাথে কাজ করতে পারাটা ভাগ্যের বিষয় আমার জন্য। আমি চেষ্টা করব আমার অভিনয়ের সেরাটা দর্শকদের উপহার দিতে।’
বাংলাদেশের গুণী নির্মাতা অনিমেষ আইচের প্রথম ছবি ‘না মানুষ’। কিছুদিন শুটিং হওয়ার পর ছবিটির কাজ বন্ধ হয়ে যায়। অনিমেষ আইচ পরিচালিত দ্বিতীয় ছবি ‘জিরো ডিগ্রি’, এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও জয়া আহসান। অনিমেষ আইচের তৃতীয় এই ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি প্রযোজনা করছে স্কয়ার। আর এতে পরমব্রত ও ভাবনা ছাড়াও অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, দিহান, এ্যালেন শুভ্র ও সমাপ্তি।