এবার বিকাশের বিজ্ঞাপনে আইরিন

এবার বিকাশের বিজ্ঞাপনে মডেল হলেন আইরিন আফরোজ। প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজার করা বিজ্ঞাপনটি আজ রোববার থেকে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে।
এর আগে গোল্ড মার্ক বিস্কুট, মেরিল ভ্যাসলিন, মেন্টোস, মাই ক্যাশ, প্রাণ পিনাট বার, প্রাণ ঝালমুড়ি, প্রাণ গুঁড়া মসলা, প্যারাশুট নারিকেল তেল, জুম আলট্রা, এয়ারটেল থ্রি-জিসহ অনেক বিজ্ঞাপনে মডেল হয়েছেন আইরিন। বিকাশের বিজ্ঞাপনটি সম্পর্কে আইরিন এনটিভি অনলাইনকে বলেন, ‘বিজ্ঞাপনটি আজ থেকে বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হচ্ছে। অনেকগুলো বিলবোর্ডও হবে। অমিতাভ রেজা খুব বড় একজন নির্মাতা। কাজও দারুণ হয়েছে। আশা করছি, অন্যগুলোর মতো এ বিজ্ঞাপনটিও দর্শকদের মন জয় করবে।’
বিজ্ঞাপনটিতে দেখা যায়, বিয়ের সাজে গ্রামের মেয়ে আইরিন। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব নিয়ে বর এলে গেট আটকে দিয়ে তিন হাজার টাকা দাবি করে কনেপক্ষ। সেই কথা শেষ হতে না হতেই বরপক্ষের একজন বলে ‘পাঠায় দিছি’। কই পাঠাইছেন? কনেপক্ষের এক তরুণী প্রশ্ন করতেই পাশে থাকা এক তরুণ চিৎকার করে বলতে থাকে, ‘বিকাশে পেয়ে গেছি...’
প্রতিশ্রুতিশীল মডেল আইরিন মডেলিংয়ের পাশাপাশি সমানতালে অভিনয়ও করছেন। এই মুহূর্তে তাঁর অভিনীত দুটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। এনটিভিতে প্রচারিত হচ্ছে ‘লেক ড্রাইভ লেন’। আর দেশটিভিতে প্রচারিত হচ্ছে ‘কলিং বেল’। ভৌতিক গল্প অবলম্বনে জিটিভির ‘ফ্রাইট নাইট’ ধারাবাহিকের একটি গল্পেও অভিনয় করেছেন আইরিন। রেদওয়ান রনি পরিচালিত ‘ঝালমুড়ি’ নাটকটি প্রচারের অপেক্ষায়।