এনটিভিতে আজ ‘মন ফড়িংয়ের ওড়াউড়ি’

এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘মন ফড়িংয়ের ওড়াউড়ি’। মাতিয়া বানু শুকুর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারাহ রুমা, সাঈদ বাবু, জ্যোতিকা জ্যোতি প্রমুখ।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘এখানে সানিয়া চরিত্রে কাজ করেছেন ফারাহ রুমা। আর আমি সমুদ্রপাড়ের জেলের বউয়ের চরিত্রে কাজ করেছি। নাটকটি সত্যি গল্পনির্ভর। প্রতিটি চরিত্রের আলাদা গুরুত্ব রয়েছে। মাতিয়া আপুর সঙ্গে কাজ করতে সব সময় অনেক ভালো লাগে। এই নাটকটিও দর্শকদের কাছে ভালো লাগবে।’
‘মন ফড়িংয়ের ওড়াউড়ি’ নাটকের গল্পে দেখা যাবে, নায়িকা সানিয়া একটা খোলা রাস্তায় একটা জিপ চালিয়ে যাচ্ছে আর ফোনে কথা বলছে। হঠাৎ দুর্ঘটনা ঘটে যায়। চোখে আলো ফোটে। সামনে খোলা আকাশ। সানিয়া নিজেকে আবিষ্কার করে এক সমুদ্রসৈকতে। একটু দূরে তার গাড়ি বালুর মধ্যে গেঁথে আছে। মোবাইল ফোন ভেঙে টুকরো টুকরো। আশপাশে জনমানবের চিহ্ন নেই। একসময় একটা লোক এগিয়ে আসে। সানিয়ার মুখে হাসি ফোটে। একদিকে এই নির্জন জায়গায় সানিয়া পড়ে আছে আর অন্যদিকে পুরো শুটিং ইউনিট নায়িকার অপেক্ষায় বসে আছে। এভাবে গল্প এগিয়ে যায়।