এনটিভির প্রথম প্রযোজনা ‘পাগলা হাওয়ার দিন’

গত ২ মে থেকে এনটিভির নিজস্ব প্রযোজনায় প্রথম টিভি সিরিয়াল ‘পাগলা হাওয়ার দিন’-এর শুটিং শুরু করেছেন পরিচালক হুমায়ূন ফরিদ। এ ছাড়া সম্প্রতি ‘ধোঁয়াঘর’ নাটকের জন্য বেস্ট ডিরেকশন ক্যাটাগরিতে ‘চারুনীড়ম’-এর শ্রেষ্ঠ পরিচালক অ্যাওয়ার্ড পেয়েছেন পরিচালক ও এনটিভির অনুষ্ঠান প্রযোজক হুমায়ূন ফরিদ। বর্তমানে এনটিভিতে তাঁর প্রযোজনায় প্রাণ মিল্ক ক্যান্ডি ‘জানার আছে বলার আছে’ ও শুক্রবারে ‘ছুটির দিনের গান’ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। পরিচালনা, প্রযোজনাসহ নানা প্রসঙ্গে হুমায়ূন ফরিদ কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রশ্ন : ‘পাগলা হাওয়ার দিন’ নাটকের শুটিং কেমন চলছে?
উত্তর : অনেক ভালো। শুভাশীষ সিনহা নাটকটি লিখেছেন। শক্তিশালী অভিনেতাদের নিয়ে নাটকটি আমরা নির্মাণ করছি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, ফারহানা মিলি, নাদিয়া, ইমরান, ঐশী, এ টি এম রাসেল, ইভানসহ অনেকে।
প্রশ্ন : এনটিভির নিজস্ব প্রযোজনায় প্রথম নাটক নির্মাণ করছেন। আপনার অনুভূতি কেমন?
উত্তর : হাউসে নিজস্ব প্রযোজনায় কাজ হবে—এ স্বপ্ন আমাদের চেয়ারম্যান স্যার সব সময় দেখতেন। নানা কারণে এতদিন কাজটি করা হয়ে ওঠেনি। এবার করার সুযোগ পেয়েছি, অনেক ভালো লাগছে। আমার আত্মবিশ্বাস, নাটকটির মান অনেক ভালো হবে। নাটকের গল্প অনেক মজবুত। আর কলাকুশলীরা অনেক যত্ন নিয়ে কাজটি করছেন।
প্রশ্ন : সম্প্রতি ‘ধোঁয়াঘর’ নাটকের জন্য বেস্ট ডিরেকশন ক্যাটাগরিতে ‘চারুনীড়ম’-এর শ্রেষ্ঠ পরিচালক অ্যাওয়ার্ড পেয়েছেন। কেমন লাগছে?
উত্তর : ‘ধোঁয়াঘর’ নাটকটি ২০১৩ সালের জুন মাসে এনটিভিতে প্রচারিত হয়েছিল। নাটকটি প্রচারের পর অনেক সাড়া পেয়েছিলাম। টিভির জন্য নাটক বানাব, এটা প্রথমে ভাবিনি। আমার শুরু থেকে ইচ্ছা ছিল চলচ্চিত্র বানাব। নাটকটি কিছুটা চলচ্চিত্রের মতো করে বানিয়েছি। পুরস্কার পাওয়ায় নিজের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়েছে।
আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ ও তিশা—তাঁরা প্রত্যেকে দুর্দান্ত অভিনয়শিল্পী। নাটকটি বানাতে তাঁরা অনেক সহযোগিতা করেছিলেন।
প্রশ্ন : চলচ্চিত্র করার পরিকল্পনা আছে কি?
উত্তর : যেহেতু আমি ফিল্ম নিয়ে পড়াশোনা করেছি, তাই ভালো ফিল্ম বানাতে চাই। ‘মাটির ময়না’ চলচ্চিত্রটি অনেক ভালো লেগেছে আমার। আমি ছবি বানালে এ ধরনের ছবি বানাতে চাই, যে ছবি আমাদের শিকড়ের কথা বলবে, যে ছবিতে মাটির গন্ধ খুঁজে পাওয়া যাবে।