অনেকেই আমাকে প্রতিমা বলে ডাকেন : ঊর্মিলা
দুর্গাপূজার আমেজ এখন সর্বত্র। জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর নাটকের শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। পূজা ঢাকা না কলকাতায় করবেন এটা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। ব্যস্ত সময়ের একটু অবসরে পূজা নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন ঊর্মিলা।
ছোটবেলার পূজা : আমার বাবা তো আর্মি অফিসার ছিলেন। তাই ছোটবেলার বেশির ভাগ পূজা আমার ক্যান্টনমেন্টে কেটেছে। আমার মামা বাড়ি শেরপুরে। দুর্গাপূজা পালন করার জন্য আমরা মাঝেমধ্যে শেরপুরেও যেতাম। পরিবারের সবার সঙ্গে পূজা করতে ভীষণ ভালো লাগত আমার। একটা ঘটনা বলি , একবার পূজা মণ্ডপে যাওয়ার আগে ড্রেনে পড়ে গিয়েছিলাম। আমার পূজার নতুন জামা ড্রেনের কাঁদায় নষ্ট হয়ে গিয়েছিল। এরপর তো আমার মন ভীষণ খারাপ হয়েছিল। তারপর বাসায় গিয়ে পোশাক পরিবর্তন করে পূজা মণ্ডপে গিয়েছিলাম। তখন সম্ভবত আমি ষষ্ঠ শ্রেণিতে পড়তাম।
তারকা হওয়ার পর পূজা : এখন আগের মতো পূজায় মজা হয় না। পূজার আগের দিন পর্যন্ত শুটিং করতে হয়। এখন পূজা মণ্ডপে গেলে পরিচিতি ও অপিরিচিত সবাই আমার সঙ্গে ছবি তুলতে চান। আমাকে দেখলে সবাই ভিড় করেন। বিষয়টা উপভোগ করি কিন্তু মাঝেমধ্যে পুরোনো দিনের কথা মনে পড়ে। আর এখন অনেকেই আমাকে প্রতিমা বলে ডাকেন। বিশেষ করে ফেসুবকে আমার ভ্ক্তরা আমাকে এই নামে সম্বোধন করেন। তাঁরা ভাবেন আমি দুর্গার মতো দেখতে।
বিয়ের পর পূজা : বিয়ের আগে ও পরের পূজায় একটা মিল আমার আছে । আগে পূজায় আমার মা আমাকে রান্না করার অনুমতি পুরোদমে দিতেন। আমি পূজার সব-রকম খাবার রান্না একাই করতাম। এখন আমার শাশুড়িও পূজায় আমাকে রান্না করার পুরো দায়িত্ব দেন। এমনকি বাসায় আসা সব অতিথিকে আমি একা সামলাই। পূজার সময় রান্না করে কাছের সব মানুষদের অ্যাপায়ন করতে আমার দারুণ লাগে। মনে মনে খুব আনন্দিত হই। আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি। আমার রান্নার প্রশংসা বিয়ের আগেও পেতাম, এখনো পাই।