নাটকের চিত্রনাট্য তিনবার পড়া উচিত : নাঈম

মানসম্মত নাটকে অভিনয় করে সবার মাঝে অনেকদিন বেঁচে থাকতে চান অভিনেতা এফ এস নাঈম। আসন্ন ঈদ উপলক্ষে বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গানের চর্চাও করেন নাঈম। ‘তুমি এখনো আমার তুমি’ নাঈমের গাওয়া গানটি অনলাইনে প্রকাশ হওয়ার পর বেশ জনপ্রিয়তা পায়। গানটির কথাও তিনি লিখেছেন।
‘তুমি’টা কে জিজ্ঞাসা করতে নাঈম বলেন, ‘কেউ একজন ছিল, এটা এখন বলতে চাই না। পুরো বিষয়টা অতীত’।
১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত পেশাগতভাবে ড্রামার ছিলেন নাঈম। কয়েকটি ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গানের ভুবন ছেড়ে উপস্থাপনায় নাম লেখান। তারপর ধীরে ধীরে অভিনয় করতে শুরু করেন নাঈম। শুরু থেকে দায়িত্বের সঙ্গে অভিনয় করে চলেছেন তরুণ এই অভিনেতা। নাটকের চিত্রনাট্য হাতে পাওয়ার পর খুব মনোযোগের সঙ্গে সেটা পড়েন নাঈম।
এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘আমি একটা কফি শপে নিয়মিত যাই। সেখানে কফি খাই আর চিত্রনাট্য পড়ি। এমনও হয়েছে যে সাত-আট ঘণ্টা ধরে আমি শুধু চিত্রনাট্যই পড়েছি।’
২০০৬ সালে অভিনেত্রী ঈশিতার সহকারী পরিচালক হিসেবেও কিছুদিন কাজ করেছেন নাঈম। একজন ভালো পরিচালকের কমপক্ষে তিন বছর সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।
নাঈম জানালেন, ‘অভিজ্ঞতা অর্জন করে কাজটা করলে অনেক ভালো হয়। কারণ একটা ভালো কাজের জন্য শ্রম ব্যয় না করলে সেটা কখনো সাফল্যের মুখ দেখে না।’
নাটকে তরুণ অভিনেতারা এখন খুব একটা সুবিধা করতে পারছে না। এর প্রধান কারণ কী হতে পারে প্রশ্ন করতে নাঈম বলেন, ‘আমি তাদের মাঝে আত্মবিশ্বাস দেখতে পাই কিন্তু মাঝে মাঝে মনে হয়, একটু বেশিই তাদের মনোবল। কোনো কিছু অতিরঞ্জিত না হওয়াই ভালো। আমার সঙ্গে তরুণ অভিনেতাদের সম্পর্ক অনেক ভালো। আমি তাদের একশ ভাগ স্বাগত জানাব। আমার সঙ্গে যারাই অভিনয় করুক না কেন আমি সব সময় লক্ষ রাখি, পর্দায় তার অংশটুকুর যেন ঘাটতি না থাকে। কিন্তু আমার ধারণা, তরুণরা চিত্রনাট্য ভালো করে পড়ে না। অন্তত নাটকের চিত্রনাট্য তিনবার পড়া উচিত।’
‘জাগো’ চলচ্চিত্রে কাজ করে দ্রুত পরিচিতি পান নাঈম। এরপর ‘রংধনু’ নামে আর একটি চলচ্চিত্রেও কাজ করেন তিনি। চলচ্চিত্রটি এখন মুক্তির অপেক্ষায় আছে।
চলতি বছরে নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার কথা চলছে তাঁর। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চান না নাঈম।