আজ এনটিভিতে ‘ম্যাজিক’

এনটিভিতে আজ রাত ১২টা ১০ মিনিটে প্রচার হবে নাটক ‘ম্যাজিক’। জাকারিয়া শৌখিনের রচনায়, নাটকটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। নাটকটি আজ এনটিভিতে পুন:প্রচারিত হবে।
‘ম্যাজিক’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, ইন্তেখাব দিনার, অনিন্দ্য ও কাজী উজ্জ্বল।
‘ম্যাজিক’ নাটকের গল্পে দেখা যাবে, জিবরান একজন তরুণ ম্যাজিশিয়ান। অল্প বয়সেই সে নাম করেছে। অন্যের থেকে ধার করা ম্যাজিক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও সে নিজেও কিছু ম্যাজিক তৈরি করেছে। আর এ কারণে তার নাম ছড়িয়ে পড়ে। জিবরানের মাথায় এখন নতুন একটা ম্যাজিকের ছক ঘুরছে। তার বিশ্বাস ম্যাজিকটি দেখাতে পারলে সে ইতিহাস হয়ে যাবে। ম্যাজিক দিয়ে সে আকাশ থেকে সত্যিকারের পরী নামাতে চায়। অনেক চেষ্টা করে রাত-দিন খেটে ম্যাজিকটির সূত্র সে পেয়ে যায়। সত্যি সত্যিই সে আকাশ থেকে পরী নামিয়ে ফেলে।
পরীটি জিবরানের সামনে বসে আছে, খুব লক্ষ্মী। পরীটাকে আবার আকাশে পাঠিয়ে দিতে হবে। কিন্তু জিবরান তা পারছে না। কারণ সে পরী নামানোর সূত্রটি শুধু আবিষ্কার করেছে। তাকে ফেরত পাঠানোর সূত্র পায়নি।
নাটকটির রচয়িতা জাকারিয়া শৌখিন বলেন, ‘নাটকটি বছর দুয়েক আগে লিখেছি। আমি ব্যক্তিগতভাবে ম্যাজিক পছন্দ করি। সুযোগ পেলে ইউটিউবে ম্যাজিক দেখি। নাটকটি দর্শক ভালোভাবে গ্রহণ করেছিল। নাটকটি আবার প্রচার হলে দর্শক-সাড়া আরো বাড়বে বলে আমার বিশ্বাস।’