নিজেকে শান্ত হতে শিখিয়েছি : রণবীর সিং
মূলধারার নায়ক হিসেবেই থাকতে চান বলে জানালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং।
সংবাদমাধ্যমের কাছে এভাবেই নিজের মনের কথা ফাঁস করে দিলেন এ অভিনেতা। তিনি বলেন, ‘আমি বরাবরই মেইনস্ট্রিম ছবির নায়ক হয়েই থাকতে চাই। আর সে চেষ্টাতেই সব সময় লেগে থেকেছি। যদি ভালো কাজ করা যায়, ভালো অভিনেতার তকমা পাওয়া যায়, দর্শকদের ভালোলাগা-ভালোবাসা পাওয়া যায়, সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া।’
প্রাণখোলা এই আলাপচারিতায় রণবীর সিং বলেন, ‘সাফল্য শব্দটাকে আমার আপেক্ষিক মনে হয়। এখন পর্যন্ত, আজ পর্যন্ত আমি যা পেয়েছি বা পাচ্ছি, সে জন্য আমি অবশ্যই খুশি। তবুও সবকিছু মেনে নিয়েই বলছি, সাফল্য নিয়ে ভাবনা-চিন্তা না করাই ভালো। আমার মনে হয়, সাফল্য তো তাকেই বলে, যেদিন আমি আমার ইচ্ছাতে নিজেকে ছুটি দিতে পারব। কিছুটা সময় নিজের মতো করে খেয়ে-দেয়ে, কিছুটা ঘুমিয়ে, স্বাধীনভাবে একটা বা দুটো দিন কাটিয়ে দিতে পারব, তাহলেই তো আসবে জীবনে আসল সাফল্য। আসলে আমি তো এখন আমার খ্যাতি আর কমিটমেন্টেই বাধা আছি।’
রণবীর সিং বললেন, ‘আমি আজ যত ব্যস্তই হই না কেন, সব সময় চেষ্টা করি আমার নিজের জন্য একটা সময় রেখে দিতে। ফিল্মের শুটিংয়ের সঙ্গে যতই এনডোর্সমেন্টের কাজ করি না কেন, আমি আমার খুব কাছের বন্ধুদের সঙ্গে আর আমার মা-বাবার সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য রাখবই। তাতে মানসিক ভারসাম্যটা ঠিক থাকে বলে মনে করি আমি। আর সেটা না হলে শুধু কাজ জীবনের এবং মনের অন্য সুন্দর দিকগুলো নষ্ট করে দেয়।’
একটা সময়, বিশেষ করে ছাত্রজীবনে মাথা গরম যুবক ছিলেন রণবীর সিং। আজ খ্যাতির শিখরে দাঁড়িয়ে সে কথা একবাক্যে স্বীকার করে নিয়ে বললেন, ‘একটা সময় হাতে-পায়ে দুরন্ত হওয়া ছাড়াও আমি সত্যিই মাথা গরম ছিলাম। এখন আমি আমার ভেতরের সেই দুরন্তপনাগুলোকে এবং মাথাকে ঠান্ডা করার জন্য নিজেকেই নিজে বশে এনেছি। নিজেকে বুঝিয়েছি, আজ আমি যে পেশায় এসেছি, সেখানে সব ব্যাপারটাই সাধারণ মানুষকে নিয়ে। তাঁদের আনন্দ দেওয়া, তাঁদের খুশি করার কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছি। আর তা ছাড়া খ্যাতির একটা বিড়ম্বনাও তো আছে। তাই সবকিছু মিলিয়ে নিজেকে নিজেই শান্ত হতে শিখিয়েছি।’