প্রকাশ পেলো গীতিকাব্য ‘জেগে উঠো বিবেক’

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল গীতিকাব্যে ‘জেগে উঠো বিবেক’ এর প্রকাশনা অনুষ্ঠান। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এটি প্রকাশ করা হয়। গীতিকাব্যের সঙ্গে সংগীতের মূর্ছনায় ভিন্ন মাত্রায় এতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের চিরচেনা চিত্রের অনন্য এক দৃশ্যায়ন।‘জেগে উঠো বিবেক’-এ থাকছে দশটি গান ও দশটি কবিতা, যা লিখেছেন রাসেল শাহরিয়ার। সুরের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নিলম সেন। সঙ্গীত পরিচালনা করেছেন...