গুঞ্জনের মাঝেই মালাইকাকে নিয়ে ডেটে গেলেন অর্জুন
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে ঘুরছেন অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা। প্রেম ভাঙার গুঞ্জনের মাঝেই একসঙ্গে ঘুরছেন এ জুটি। রোববার (০১ অক্টোবর) রাতে মালাইকাকে সঙ্গে নিয়ে ডিনার ডেটে গিয়েছিলেন অর্জুন। ডেটে যাওয়ার মুখে ক্যামেরার ফ্রেমবন্দী হন তাঁরা।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইম বাংলা এমন প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ পাঁচ বছরের প্রেম দুজনের। সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছিল সেই সম্পর্ক নাকি ভাঙনের মুখে। তবে এক ফ্রেমে এই তারকা ধরা দিলেও সত্যিই কি একসঙ্গে আছেন তারা। দুই তারকার সাম্প্রতিক ছবি দেখে প্রশ্ন নেটিজেনদের।
গত কয়েক মাস ধরে অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে নানান ‘ফিসফিস’ চর্চা হয়েছে। মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। নেটপাড়ার অনেকেই খেয়াল করেছেন অর্জুন 'কাপুর'-এর পরিবারের অনেককেই নাকি আনফলো করেছেন মালাইকা। অনেকেই লক্ষ্য করেছেন অর্জুন কাপুরের বোন জাহ্নবী কাপুর, খুশি কাপুর, অংশুলা কাপুরের পাশাপাশি কাকা অনিল কাপুর এবং অর্জুনের বাবা বনি কাপুরকেও আনফলো করেছেন মালাইকা।
শুধু তাই-ই নয়, মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরেই নাকি সামাজিকমাধ্যমে ইনফ্লুয়েন্সার কুশা কপিলার প্রেমে পড়েছেন অর্জুন-এমন খবরও মিলেছে।
এদিকে অর্জুনের সঙ্গে মালাইকার প্রেম ভাঙার খবরে সামনে এসেছিল মালাইকার ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট। এক সকলকে অভিনেত্রী লিখেছিলেন, ‘পরিবর্তনই জীবনের নিয়ম। যাঁরা শুধুই অতীত এবং বর্তমান নিয়ে বাঁচেন, তাঁরা হয়ত ভবিষ্যৎকে হারিয়ে ফেলেন’। মালাইকার এমন পোস্টে অর্জুনের সঙ্গে তাঁর বিচ্ছেদ জল্পনাকে আরও দৃঢ় হয়। এদিকে ১৩ এপ্রিলের পর অর্জুন নিজেও মালাইকার সঙ্গে কোনও পোস্ট করেননি।
রোববার রাতে মুম্বাইয়ে টেনিস প্রিমিয়ার লিগের পঞ্চম সিজনের জন্য খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাইকা-অর্জুন। নিলামের অনুষ্ঠানে টেনিস প্রিমিয়ার লিগেরই একটি দলের জার্সি পরেছিলেন মালাইকা। অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় যদিও জার্সি বদলে নিজের একটি টি-শার্ট পরে নেন তিনি। অন্যদিকে, অনুষ্ঠানে জার্সি ও সেখান থেকে বেরোনোর পথে নিজের একটি সোয়েটশার্ট পরেছিলেন অর্জুন।
২০১৬ সালে সালমান খানের বড়ভাই আরবাজ খানের সঙ্গে মালাইকার বিচ্ছেদ হয়েছে। তারপর থেকে ১২ বছরের ছোট বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা।