দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না অনির্বাণের?
সৃজিতের ‘খোকা’র ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চাপা। তিন বছর হয়েছে প্রেমিকা মধুরিমা গোস্বামীকে বিয়ে করেছেন অনির্বাণ ভট্টাচার্য। এরপর থেকে নিজের দাম্পত্য জীবন একান্তই রেখেছেন নায়ক।
এর মাঝেই টেলিপাড়ায় গুঞ্জন, অনির্বাণ-মধুরিমার দাম্পত্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই খবর এইসময় প্রকাশ করে দাবি করছে, দুজনের দূরত্ব এখন ঘনিষ্ঠ বন্ধুদের কাছে অজানা নয়। তবে দূরত্ব তৈরি হয়েছে মানে এখনই সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছেন দুজনে এমনটা নয়।
তবে এই ইস্যুতে মধুরিমা সোজাসাপটা উত্তর, ‘এই প্রসঙ্গে কোনও মন্তব্য করব না’। আর অনির্বাণ মেসেজের উত্তর দেননি।
অনির্বাণ ব্যস্ত তাঁর পূজার সিনেমা ‘দশম অবতার’ নিয়ে। সৃজিতের পরিচালনা এটি নবম ছবি অনির্বাণের।