এবার কী বিচ্ছেদের পথে ঐশ্বরিয়া!
বলিউডের অন্যতম তারকা দম্পতি অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই। ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। দীর্ঘ দিন ধরে এক ছাদের নিচে আছেন আলোচিত এই যুগল। গত দেড় দশকের বেশি সময়ে একাধিকবার বিচ্ছেদ গুঞ্জনে শিরোনামে এসেছেন এই তারকা দম্পতি।
এবার বলিপাড়ার অন্যতম নামজাদা বচ্চন পরিবারের অভ্যন্তরে ভাঙনের আঁচ। বচ্চন পরিবারে সদস্যদের নাকি একে অপরের সঙ্গে বনিবনা হচ্ছে না একেবারেই। গুঞ্জন রয়েছে বিয়ের পর থেকেই শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি নাকি বনিবনা হয় না ঐশ্বরিয়ার! যদিও জনসমক্ষে কখনও সেই জল্পনার প্রমাণ মেলেনি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও শাশুড়ির পাশেই দেখা যায় ঐশ্বরিয়াকে। এমন কানাঘুষোও শোনা গিয়েছে বহুবার। গত কয়েক সপ্তাহে আরও বেড়েছে সেই গুঞ্জন। যা আরও স্পষ্ট হয়েছে ঐশ্বরিয়ার ৫০তম জন্মদিনকে কেন্দ্র করে। দিনটি অনেকটাই সাধারণভাবে পালন করেছেন ঐশ্বরিয়া। এদিন ঐশ্বরিয়ার পাশে ছিলেন না স্বামী অভিষেক বচ্চনও ! ঐশ্বরিয়ার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে স্রেফ ‘শুভ জন্মদিন’ বলে দায় সেরেছেন অভিষেক। এজন্য হতাশ হতে হয়েছে তাঁর অনুরাগীরা।
এদিকে সেই গুঞ্জনের রীতিমতো ঘৃতাহুতি দিলেন অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা। গত ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্মদিনে দাদুকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন অমিতাভের নাতনি নব্যা নন্দা। আরাধ্যা, অগস্ত্য, অমিতাভ ও জয়ার সঙ্গে তো একটি ছবি পোস্ট করেন নব্যা। নব্যার তোলা ওই ছবি পোস্ট করে দাদুকে জন্মদিনের শুভেচ্ছা জানান শ্বেতা।
অন্যদিকে, শ্বশুরকে ৮১তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে ওই একই ছবি ব্যবহার করেন ঐশ্বরিয়া। তবে ঐশ্বরিয়ার পোস্ট করা ছবিতে ছিলেন না নব্যা, অগস্ত্য ও জয়া। স্রেফ আরাধ্যা ও অমিতাভের ছবি পোস্ট করে শ্বশুরকে জন্মদিনের শুভেচ্ছা জানান ঐশ্বরিয়া রাই।
উভয় পক্ষের এমন আচরণে বিচ্ছেদ গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। তবে কী সত্যিই সংসার ভাঙছে অভিষেক-ঐশ্বরিয়ার?—এমন কৌতূহল নেটাগরিকদের।