এবার সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে চান অপু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/19/apu_2.jpg)
এখন বিভিন্ন শো-রুম উদ্বোধনেই ব্যস্ত সময় পার করেন অপু বিশ্বাস। সিনেমার খবরে তেমন একটা নেই। তবে মাঝে মাঝে খবরের শিরোনাম হন বিভিন্ন বক্তব্যে।
গেল বছর নভেম্বরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছিলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। সুযোগ পেলে নৌকা প্রতীকে নির্বাচনের মাঠে নামবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
এবার আবারও সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অপু। জানালেন, সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে চান।
সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনতে চাই।’
অভিনেত্রী বলেন, ‘মনোনয়ন পেলে নারীদের নিয়ে কাজ করতে চাই। সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।’