নতুন অধ্যায়ে শাকিব খান
নতুন এক অধ্যায়ে নাম লেখালেন শাকিব খান। যেই ভূমিকায় তাকে আগে কখনও পাওয়া যায়নি। ব্যবসায় নেমেছেন তিনি। ‘রিমার্ক ও হারল্যান’ নামের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন শাকিব, পদবী ব্যবস্থাপনা পরিচালক। তবে এ প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা দেশের নামি কোম্পানি ওয়ালটন।
শনিবার (২০ জানুয়ারি) একটি পাঁচ তারকা হোটেলে ঘটা আয়োজনে নতুন প্রতিষ্ঠানের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিলেন শাকিব। তবে তিনি জানালেন, এর সঙ্গে অনেক দিন আগেই তিনি জড়িয়েছেন। শাকিবের ভাষ্য, ‘আজ (২০ জানুয়ারি) আমার জন্য সম্পূর্ণ আলাদা একটি দিন। এত বছর আমাকে যে রূপে, যে পরিচয়ে দেখেছেন; স্টার, সুপারস্টার-নামগুলো তো আপনারাই দিয়েছেন। আজ থেকে আমার আরেকটি পরিচয় হয়েছে, ব্যবসায়ী হিসেবে। অবশ্য আজ না, ব্যাপারটা ঘটেছে অনেক দিন আগে। আজ আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হলো।’
শাকিবের প্রত্যাশা, ওয়ালটনের মতো রিমার্ক ও হারল্যান কোম্পানিও কয়েক বছরের মধ্যে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব বলেন, ‘এর আগে আমি ব্যবসা আমি করেছি সিনেমাকেন্দ্রিক। প্রযোজনা, পরিবেশনা করেছি। তার বাইরে এসে ব্যবসায়ী হয়ে ওঠা, এটা সত্যিই আমার জন্য চ্যালেঞ্জিং বিষয়। আপনারা যেমন ভালোবেসে আমাকে নাম্বার ওয়ান বলে ডাকেন, আমিও কিন্তু নাম্বার ওয়ান কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি।’
জানা গেছে, শাকিবের এই প্রতিষ্ঠান থেকে স্কিন কেয়ার, প্রসাধনী, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হবে। এসব পণ্য যেন দেশ ছাড়িয়ে ইউরোপ-আমেরিকাতেও পৌঁছে যায়, সেই লক্ষ্যেই কাজ করছেন শাকিব ও সংশ্লিষ্টরা।