শ্রীলঙ্কায় শাকিব খান, কী কারণে?

ছবি : ফেসবুক থেকে নেওয়া
‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ের জন্য শ্রীলঙ্কা গেছেন শাকিব খান। গতকাল শুক্রবার সকালের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন তিনি।
জানা গেছে, আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘তাণ্ডব’ এর বাকি থাকা কিছু শুটিংয়ের কাজ সারবেন তিনি। ‘তাণ্ডব’ সিনেমার গান ও শেষের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের কাজ করা হবে শ্রীলঙ্কা থেকে। শাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ সিনেমার টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা।
আরও জানা গেছে, ইতোমধ্যে সিনেমার শুটিং অনেকটাই এগিয়ে রয়েছে’, যেগুলোর প্রায় ৭০ শতাংশ ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে সম্পন্ন হয়েছে।
সিনেমাটি প্রযোজনা করছেন শাহরিয়ার শাকিল। শাকিব-সাবিলা ছাড়াও সিনেমাতে আরও আছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ অনেকে।