মারা গেছেন সংগীতশিল্পী পঙ্কজ উদাস

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী পঙ্কজ উদাস ৭২ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘদিন ধরে রোগে ভোগার পর সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় এ শিল্পী। তিনি মূলত গজল ও প্লেব্যাক দিয়ে শ্রোতার হৃদয়ে জায়গা করে নেন।
গায়কের কন্যা নায়াব উদাস ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে গায়ক নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন।
৪০ বছরেরও অধিক সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ। হিন্দি সিনেমার গানে ৮০-র দশককে মুগ্ধ করেছেন পঙ্কজ। ১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তাঁর সংগীত দুনিয়ায় যাত্রা শুরু করেন।
চান্দি জ্যায়সা রং, না কাজরে কি ধার, দিওয়ারো সে মিল কর রোনা, আহিস্তা, থোড়ি থোড়ি প্যার করো ও নিকলো না বেনাকাব- পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। নশা, পয়মানা, হসরত, হামসফর-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর ঝুলিতে।
বাংলা গোলাপ ঠোঁটে রঙিন হাসি, চোখে চোখ রেখে, তোমার চোখেতে ধরা ইত্যাদি গান জনপ্রিয়তা পেয়েছে।