ইত্যাদি’তে নাচলেন সিয়াম-মেহজাবীন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/03/23/433671487_391033656972933_2548611077074621245_n.jpg)
আয়োজনের দৃশ্য। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে
ইত্যাদি অনুষ্ঠানে প্রতিটি বিষয়ই খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ, গান, অভিনয়, নত্য। তেমনি পরিবশিত হয় দলীয় সঙ্গীতের একটি পর্ব। এবারের দলীয় সংগীতের বিষয় মোবাইলের বিভিন অ্যাপসের ব্যবহার নিয়ে। এই পর্ব অংশগ্রহণ করেছন নায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গানটির সংগীতায়াজন করছন মেহেদি।
গানে কণ্ঠ দিয়ছন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নত্য পরিচালনা করছন ইভান শাহরিয়ার সাহাগ ও মামুন।
প্রতিবারের মত এবারও ঈদের বিশষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদর পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করছন হানিফ সংকেত।