অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে সবার চোখ শাহরুখে!
রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানির দ্বিতীয় প্রি ওয়েডিং অনুষ্ঠান আরও বিলাসবহুল। ধীরে ধীরে এই বিশেষ উদযাপনের ফটো-ভিডিও আসছে প্রকাশ্যে। এবারে ক্রুজ পার্টিতে ছিলেন সালমান খান, রণবীর সিং, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর ও সারা আলি খানরা। অন্দরের একাধিক মুহূর্ত এসেছে সামনে। তা সে শাহরুখের পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো হোক বা জাহ্ববী কাপুরের যত্ন করে প্রেমিক শিখর পাহাড়িয়াকে খাবার খাওয়ানো।
আম্বানিদের পার্টির বেশ কয়েকটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে। একটি ভিডিওতে, প্রখ্যাত আন্দ্রেয়া বোসেলি এবং পিটবুলকে মঞ্চে উঠতে দেখা যায়, তাদের উদ্যমী বীট এবং সুর দিয়ে অতিথিদের নিয়ে যায় অন্য জগতে। ক্লিপটিতে আন্দ্রেয়ার শক্তিশালী কণ্ঠস্বর একটি রোমান্টিক পরিবেশ তৈরি করে এবং পিটবুল তার উদ্যমী পারফরম্যান্স দিয়ে শুরু করে পার্টি।
অন্য একটি ভিডিওতে, অভিনেতা শাহরুখকে আম্বানি ক্রুজ পার্টির সময় পারফরম্যান্স উপভোগ করতে দেখা যায়। পাশে বসে থাকতে দেখা যায় ছেলে আব্রামকেও। তাদের সঙ্গে আরও একটি ক্লিপে দেখা গিয়েছে অভিনেতা রণবীর কাপুরকে।
আম্বানি পরিবার ইউরোপের একটি বিলাসবহুল ক্রুজে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক-বিবাহ উৎসবের আয়োজন করেছিল। বিলাসবহুল এই ক্রুজে ছিলেন ৮০০ অতিথি। ছিলেন সালমান খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, ইব্রাহিম আলি খান, অনন্যা পান্ডে, করণ জোহর, দিশা পাটানি ও সঞ্জয় দত্ত।
গত ২৮ মে থেকে ১ জুনের মধ্যে ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণে চার হাজার ৩৮০ কিলোমিটার পথ পাড়ি দেয় এই ক্রুজটি। ২৯ মে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আর ১ জুন ইতালির পোর্টোফিনোতে শেষ হয় এই উৎসব।
এর আগে বছরের শুরুতে গুজরাটের জামনগরে তিনদিনের প্রি-ওয়েডিং সেলিব্রেশনের আয়োজন করেছিলেন তারা।