‘ধর্ষক কারো ভাই না, কারো বাবা না, কারো সন্তান বা কারো স্বামী না’

মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবিতে উপযুক্ত শাস্তি চেয়ে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। এই আন্দোলনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। সে তালিকায় একের পর এক যুক্ত হচ্ছেন তারকারাও। এবার ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর কথা বললেন দেশের চলমান ধর্ষণ ইস্যু নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ মৃত্যুদণ্ড দাবি করেছেন নিলয়।
গতকাল রোববার (৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নিলয় আলমগীর লিখেছেন, ‘ধর্ষক কারো ভাই না, কারো বাবা না, কারো সন্তান বা কারো স্বামী না। ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক। ধর্ষকের একটাই শাস্তি মৃত্যুদণ্ড হওয়া দরকার।’
এদিকে নিলয় আলমগীরের এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। স্ট্যাটাসের মন্তব্যের ঘরে সবাই প্রিয় তারকার মন্তব্যকে সমর্থন করে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।
প্রসঙ্গত, ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।