তাঁদের ‘কন্যা’ গানে মেতেছেন তারকারা

ঈদে মুক্তিপ্রতীক্ষিত সিনেমাগুলো টিজার পোস্টার দিয়ে নজর কাড়লেও গানের বেলায় সুবিধা করতে পারছিল না। যত্ন-আত্তি, আয়োজনের কমতি না থাকা সত্ত্বেও শ্রোতারা যেন সেভাবে ঝুঁকছিলেন না।
এবার ‘জ্বীন ৩’ সিনেমার গান ‘কন্যা’ প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর সংগীত ইমরানের।
সঙ্গে জমজমাট নেচেছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। লাল শাড়িতে ফারিয়া যেমন মুগ্ধতা ছড়িয়েছেন তেমনই সজল দ্যুতি ছড়িয়েছেন সাদা পাঞ্জাবি ও চুন্দ্রি ওড়নায়।
টিজারের মতো পুরো গানে রঙের আধিক্য দেখা গেছে। সজল-ফারিয়া দুজনের পোশাকেই রঙের ছড়াছড়ি। নেচে মন ছুঁয়েছেন তারা। লাল, হলুদ, সাদায় যেন সৌন্দর্যের ঝাঁপি খুলেছেন ফারিয়া। সুদর্শন সজলে রঙিন হয়েছে ফ্রেম। সব মিলিয়ে উৎসবের আগেই নেটিজেনদের উৎসবের উন্মাদনায় মাতিয়েছে গানটি।

গানটি নিয়ে বিনোদন অঙ্গনের তারকারাও বুঁদ হয়েছেন ‘কন্যা’য়। এরইমধ্যে সামাজিক মাধ্যমে গানটি শেয়ার করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, শবনম বুবলি, কেয়া পায়েল, সিয়াম আহমেদ, বেলাল খান, জায়েদ খান, সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা, আসিয়া ইসলাম দোলা, দৃষ্টি তালুকদার, আঁখি আলমগীর, তরিক মৃধা, সুরকার নাভেদ পারভেজ, গীতিকার আহমেদ রিজভী প্রমুখ।
‘জ্বীন’ সিরিজের তৃতীয় সিনেমা ‘জ্বীন ৩’। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম কিস্তি ‘জ্বীন’। গেল বছর প্রেক্ষাগৃহে আসে ছবির দ্বিতীয় অধ্যায় ‘মোনা: জ্বীন-২’। এবার রোজার ঈদে আসছে ‘জ্বীন ৩’। ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।