১৬ কোটি বাজেটের ‘বরবাদ’, নতুন যুগের সূচনা বললেন ভারতীয় সিনেমাটোগ্রাফার

ঢাকাই সিনেমায় ঝড় তুলেছে ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। পরিচালক হিসাবে নিজের প্রথম সিনেমার জন্য প্রশংসা কুড়াচ্ছেন মেহেদী হাসান হৃদয়।
এবার এই সিনেমার টিককে প্রশংসায় ভাসালেন ভারতীয় সিনেমাটোগ্রাফ শৈলেশ আওয়াস্থি; যিনি কলকাতার আলোচিত দেবের ‘খাদান’ সিনেমার সিনেমাটোগ্রাফার।
এই ফেসবুক পোস্টে শৈলেশ আওয়াস্থি লিখেছেন, বাংলাদেশের চলচ্চিত্রে ১৬ কোটি টাকার সিনেমা বানানো সত্যিই সাহসী পদক্ষেপ। সালাম আজিম ভাই ও শাহরিনকে। যখন বেশিরভাগ প্রযোজনা প্রতিষ্ঠান বড় বাজেটের প্রজেক্টে ঝুঁকি নিতে ভয় পায়, তখন রিয়েল এনার্জি প্রোডাকশন তাদের প্রথম প্রযোজনাতেই আন্তর্জাতিক মানের সিনেমা বরবাদ নিয়ে হাজির হয়ে ইতিহাস গড়েছে। সাহস আর দূরদর্শিতার জন্য এই টিমের প্রতি রইলো অকুণ্ঠ শ্রদ্ধা।
এরপর তিনি যুক্ত করেছেন, নিঃসন্দেহে বরবাদ দেশের সেরা কমার্শিয়াল সিনেমাগুলোর মধ্যে অন্যতম। যদি এই প্রযোজনা হাউস তাদের এই গতিধারা অব্যাহত রাখে, তবে হয়তো আমরা দেখতে পাব ঢালিউডে এক নতুন যুগের সূচনা—যেখানে আমাদের সিনেমা পৌঁছে যাবে বিশ্বদরবারে।
ভারতীয় সিনেমাটোগ্রাফার বিশেষ শ্রদ্ধাও জানিয়েছেন প্রযোজকদের প্রতি। অনুরোধও জানিয়েছেন, যেন এই সিনেমার পথ থেকে সরে না দাঁড়ান প্রযোজকরা।
এর আগে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের এক ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে শৈলেশ আওয়াস্থি দাবি করেছিলেন, ‘বরবাদ’ সিনেমার প্রকৃত সিনেমাটোগ্রাফার তিনিই। শুধু তাই নয়, সিনেমাটির সৃজনশীল ও ভিজ্যুয়াল নির্মাণে তাঁরই প্রধান ভূমিকা থাকলেও, চূড়ান্ত ক্রেডিট থেকে তাঁকে বাদ দিয়ে সিনেমাটোগ্রাফির স্বীকৃতি দেওয়া হয়েছে রাজু রাজকে।
বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্টের ব্যানারে আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইধিকা পাল। যা ২০২৫ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।