ফ্লপ সালমান খান, সুসময় ফেরাতে আনছেন ‘বাজরাঙ্গি ভাইজান ২’

বলিউড ভাইজান সালমান খানের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে তাঁর একাধিক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়েছে। সবশেষ ‘সিকান্দার’ সিনেমারও একই দশা। তবে এবার সুসময় ফেরাতে সালমান খান তাঁর সবচেয়ে আলোচিত সিনেমার সিক্যুয়াল।
২০১৫ সালে কবির খান নির্মিত ‘বাজরাঙ্গি ভাইজান’ বলিউডে সালমানের শ্রেষ্ঠত্ব নতুন করে প্রমাণ করেছিল। এটি ভারতীয় সিনেমার ইতিহাসে প্রশংসিত সিনেমাগুলোর একটি বলে বিবেচিত হয়। সিনেমাটি ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিল।
ভারতীয় একাধিক গণমাধ্যম দাবি করছে, ‘বাজরাঙ্গি ভাইজান ২’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান। সূত্রের বরাতে খবর, সালমান কয়েক দিন আগে বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে দেখা করেছেন। আলোচনা চলছে সিনেমাটি নিয়ে।
যদিও ২০২৩ সালে একবার জানা গিয়েছিল, ‘বাজরাঙ্গি ভাইজান ২’ নির্মিত হওয়ার বিষয়ে আলোচনা চলছে। সালমান খান এবং সিনেমার কাহিনি ও চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ ‘বাজরাঙ্গি ভাইজান ২’ এর নির্মাণ নিয়ে আলোচনা করেছেন বলেও খবর রটে। এর পরপরই ‘আরআরআর’ এর লঞ্চের সময় সালমান নিশ্চিত করেছিলেন, এই সিনেমার জন্য আলোচনা চলছে।
এবারের ‘বাজরাঙ্গি ভাইজান’ কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। এমনকি এটাও শোনা যাচ্ছে, ভি বিজয়েন্দ্র প্রসাদ ও পরিচালক কবির খান, দুজন সম্মিলিতভাবে প্লটটি তৈরি করবেন; যদিও এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।
ভি বিজয়েন্দ্র প্রসাদকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল চিত্রনাট্যকার হিসেবে বিবেচনা করা হয় এবং তিনিই একমাত্র লেখক, যিনি ভারতে একাধিক ব্লকবাস্টার সিনেমায় অবদান রেখেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘মাগাধীরা’, ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজি, ‘বাজরাঙ্গি ভাইজান’, ‘আরআরআর’।