প্রকাশ পেলো গীতিকাব্য ‘জেগে উঠো বিবেক’

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল গীতিকাব্যে ‘জেগে উঠো বিবেক’ এর প্রকাশনা অনুষ্ঠান। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এটি প্রকাশ করা হয়। গীতিকাব্যের সঙ্গে সংগীতের মূর্ছনায় ভিন্ন মাত্রায় এতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের চিরচেনা চিত্রের অনন্য এক দৃশ্যায়ন।
‘জেগে উঠো বিবেক’-এ থাকছে দশটি গান ও দশটি কবিতা, যা লিখেছেন রাসেল শাহরিয়ার। সুরের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নিলম সেন। সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় হাসিন।
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী শামীম হাসান, শাওন গানওয়ালা, চ্যানেলআই সেরাকণ্ঠের নদীসহ সংগীতাঙ্গনের আরও অনেকে।
প্রকাশনা অনুষ্ঠানে রাসেল শাহরিয়ার বলেন, ‘আমাদের দেশের সমাজের একদম নিচু থেকে উপর পর্যন্ত একটি কিছু শ্রেণির মানুষ দায়িত্ব ভীষণভাবে অবহেলা বা অপরাধ করে চলেছেন। সেটা হতে পারে জেনে-বুঝে কিংবা কাউকে অনুসরণ করে। প্রত্যেকটা মানুষ তো নিজের বিবেকের কাছে বিচারক। সেই বিচারক যদি দুষ্টু বা অসৎ হয় তাহলে তার প্রতিফলন সমাজের সব জায়গায় পড়ে। সেই বিবেককে জাগ্রত করতে হলে তার অস্তিত্ব অনুধাবন সবচেয়ে বেশি প্রয়োজন। সেই চিন্তা থেকে গান-কবিতাগুলো রচনা করা।’
তিনি আরও বলেন, ‘প্রথমে আমার কথাগুলো কবিতার মাধ্যমে সবার কাছে পৌঁছাতে চেয়েছিলাম। পরে সেটার সঙ্গে গান যোগ করা। এরপর নিলম সেনের সঙ্গে কথা বললেন তিনি এই কাজটি করতে আগ্রহী হন। আজ প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রকাশ পেল। আশা করি এটা যারা শুনবেন তাদের সবারই ভালো লাগে। এই দশটি সেগমেন্টের মধ্যে একটিও যদি মানুষের বিবেককে নাড়া দেয় তাহলেই আমরা সার্থক।’
সংগীতলিল্পী নিলম সেন বলেন, ‘রাসেল শাহরিয়ার ভাইয়ে সঙ্গে ‘জেগে উঠো বিবেক’ নিয়ে কয়েকবার বসেছিলাম। এটা নির্মাণ করতে দির্ঘ্যদিন আমরা বিভিন্ন জায়গায় ছুটেছি। অবশেষে কাজটি শেষ করতে পেরে ভালো লাগছে। আশাকরি দর্শক-শ্রোতাদেরও এটি ভালো লাগবে।’
গীতিকাব্য ‘জেগে উঠো বিবেক’ প্রকাশ করা হয়েছে কুইন্স ইভেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।