নতুন প্রেমে মজেছেন সৃজিত, পরিচালকের পরের ২ সিনেমাতেই থাকছে সে?

বেশ কিছুদিন ধরে গুঞ্জন, সৃজিত এবং মিথিলার বিবাহবিচ্ছেদ হয়েছে। তাঁরা নাকি আর একসঙ্গে থাকেন না। যদিও সে কথা প্রকাশ্যে দু’জনের কেউই স্বীকার করেননি। পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
এরই মধ্যে নতুন প্রেমের সম্পর্ক নিয়ে খবরের শিরোনাম হয়েছেন সৃজিত। শোনা যাচ্ছে, অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে প্রেমে মজেছেন এই নির্মাতা।
সম্প্রতি একটি ফিল্মি পার্টিতে ফ্রেমবন্দি হন সৃজিত-আলেকজান্দ্রা। সেখানে একটি ভিডিওতে দুজনকে দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি নতুন প্রেমে মজেছেন সৃজিত-আলেকজান্দ্রা? তাদের প্রেমচর্চার পেছনে কি সত্যি লুকিয়ে আছে তা পরিষ্কারও করেছেন সৃজিত।
প্রেমের প্রশ্নে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে সৃজিত বলেন, ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুবই ভাল বন্ধু। ও অসম্ভব শিক্ষিত নারী। তবে আমাদের পছন্দের কিছুটা মিল আছে। আমরা দু’জনেই সাপ ভালবাসি। এটা নিয়ে এর আগে কাজও হয়েছে।’
আলেকজান্দ্রা ইতোমধ্যে একাধিক বাংলা সিনেমা এবং সিরিজে অভিনয় করেছেন। তাকে বড়পর্দায় প্রথম দেখা গেছে অংশুমান প্রত্যুষের ‘ওগো বিদেশিনী’ সিনেমাতে। এ সিনেমাতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও তাকে দেখা গেছে ‘বাঘা যতীন’ ও ‘বাবুসোনা’ সিনেমায়।
‘কিলবিল সোসাইটি’র মুক্তির পর সৃজিত নাকি হাত দেবেন ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমাতে। এরপর ‘গোয়েন্দা কানাইচরণ’-এর কাজ শুরু করবেন তিনি। শোনা যাচ্ছে, এই দুই সিনেমাতে দেখা যেতে পারে আলেকজান্দ্রাকে।
নতুন সিনেমায় আলেকজান্দ্রাকে যুক্ত করার বিষয়ে সৃজিত জানালেন, অনেক বিষয় নিয়ে আলেকজান্দ্রার সঙ্গে আলোচনা হচ্ছে। তবে এখনও আলেকজান্দ্রার জন্য কোনও চরিত্র ভাবেননি তিনি।