গান শোনার মাধ্যম: বাংলাদেশ বিবর্তনের ধারা

গান পরিবেশনের মাধ্যম নানা পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে। সেকালের কলের গান থেকে হালের অ্যাপের গান। এই পরম্পরার বাইরে নয় বাংলাদেশের গানের জগৎও।
কলের গান: এখন-তখন
গান শোনার প্রাচীন সরঞ্জাম থেকে শুরু করে আধুনিক বৈদ্যুতিক সরঞ্জামের অনেক কিছুই সংগ্রহে আছে লেখক ও গবেষক স্থপতি শামীম আমিনুর রহমানের। এসব নিয়েই ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রদর্শনী 'কলের গান: সেকাল-একাল।
পোস্টারে ইতিহাস
প্রদর্শনীতে প্রযুক্তিগত উপকরণের পাশাপাশি উপস্থাপিত হয়েছে বিভিন্ন দশকের গান পরিবেশনায় নিয়োজিত প্রতিষ্ঠানের তথ্য ও পরিচয় সংবলিত পোস্টার।
বেতারের কথা
ঘরোয়া বিনোদনে একসময় প্রধানতম মাধ্যম ছিল বেতার। শ্রোতাপ্রিয় ছিল বেতারের গানের অনুষ্ঠান। তারই স্মারক হিসেবে প্রদর্শনীতে উপস্থাপিত হয়েছে কিছু রেডিও বা বেতার সেট।
বাক্সবন্দি টিভি সেট
আশির দশকেও টিভি সেট বাংলাদেশে সহজলভ্য ছিল না। যাদের ঘরে থাকতো, তারা খুব যত্নে সংরক্ষণ করতেন তা প্রদর্শনীতে রয়েছে সেই নমুনা।
এলপি রেকর্ড
গানের বাজারে দীর্ঘদিন রাজত্ব করেছে লং-প্লে (এলপি) রেকর্ড। নতুন প্রযুক্তির জোয়ারে জৌলুস হারালেও এর ঐতিহাসিক মূল্য রয়ে গেছো আর সমঝদারদের কাছে আজো আছে এর কদরা
আয়োজনে বেজেছে গান
শুধুই দেখা নয়, প্রদর্শনীতে রেকর্ডের মাধ্যমে অ্যানালগ আমলের সুর শোনানোর ব্যবস্থাও ছিল। এর সম্পর্কে গবেষকের কাছেই জেনে নিয়েছেন কেউ কেউ।
রেকর্ডের পর ক্যাসেট
গান শোনার সরঞ্জাম হিসেবে রেকর্ডের পর আসে অডিও ক্যাসেটা এর প্লেয়ারও তুলনামূলক সহজলভ্য ছিল৷ তাই তৃণমূলের গানপ্রেমীদের ঘরেও পৌঁছে যায় ক্যাসেট প্লেয়ারা আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশে এর ব্যবহারের সেরা সময়। কমপ্যাক্ট ডিস্ক বা সিডির প্রসারে ক্যাসেটের বাজার পড়তির দিকে চলে যায়।
স্মৃতিময় বৈদ্যুতিক সরঞ্জাম
হাতের মুঠোয় থাকা ছোট্ট স্মার্টফোনেই এখন মেলে সবকিছু রেকর্ড, ক্যাসেট, সিডি, ডিভিভি- এমন কিছুই লাগে না যেখানে গান শুনতে বা দেখতো তাই রেডিও সেট, সিআরটি টিভি সেট ও ক্যাসেট প্লেয়ার হয়ে গেছে শুধুই স্মৃতিময় বৈদ্যুতিক সরঞ্জাম।
ব্যান্ড তারকাদের প্রভাব
ব্যান্ড সংগীত নিয়ে আগ্রহ বেশি থাকে তরুণ প্রজন্মের। সেই সত্তর দশক থেকে বাংলাদেশেও একই দৃশ্যপটা রেকর্ড, ক্যাসেট, সিডি- সব প্রজন্মেই সংগীতাঙ্গনে প্রভাববিস্তারি ভূমিকায় ছিলেন ব্যান্ড তারকারা।
রেকর্ডের সুদিন ফিরে আসবে?
‘নেই সে কলের গান কুকুর মাথা। রেডিও কিনল বিজ্ঞাপনদাতা’,- গানের মানুষ নচিকেতা গানে গানেই কলের গানের হারিয়ে যাওয়া নিয়ে আক্ষেপ করেছেন সেই নব্বই দশকো এই সময়ে এসে তরুণ প্রজন্মের কেউ কেউ এলপি রেকর্ড নিয়ে আগ্রহী হচ্ছে। তাই অ্যানালগ সুরের ভুবন হারাবার নয়, এই আশাবাদ রাখছেন লেখক শামীম আমিনুর রহমান।