‘থ্রি ইডিয়টস’ এর সেই বিখ্যাত স্কুল

লাদাখের দ্রুক পদ্মা কার্পো স্কুল,যেটি জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ র্যাঞ্চো অর্থাৎ আমির খানের স্কুল হিসেবে পরিচিত। ‘থ্রি ইডিয়টস’সিনেমায় এই স্কুলের বিখ্যাত ‘র্যাঞ্চোর দেয়াল’দৃশ্যের কারণে এটি পর্যটকদের কাছেও জনপ্রিয়। দ্রুক পদ্ম কর্প স্কুল অবস্থিত লাদাখ অঞ্চলে। এরই মধ্যে পরিবেশবান্ধব হওয়ার কারণে বহু পুরস্কার জিতে নিয়েছে স্কুলটি।
নানা সময়ে স্কুলটির কথা প্রচার করা হলেও আমির খানের থ্রি ইডিয়টস চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পরেই এর কথা চারদিকে ছড়িয়ে পড়ে। আমির খান স্বয়ং স্কুলটির ব্যাপারে দারুণ আগ্রহী। ২০১০ সালে এক ভূমিধসে স্কুলটি বেশ ক্ষতিগ্রস্ত হলে আমির অনেক সাহায্য করেছিলেন। ২০১৮ সালে শিক্ষার পরিবেশ বজায় রাখতে দেয়ালটি কিছুটা সরিয়ে নেওয়া হয়।
দ্রুক পদ্মা কার্পো স্কুল, যার অর্থ ‘সাদা পদ্ম , প্রগতিশীল শিক্ষণপদ্ধতির জন্য অনেক আগে থেকেই আলোচিত। স্কুলটি এখন ভারতের জাতীয় শিক্ষা নীতির সংস্কারের সঙ্গে মিল রেখে আরও উন্নত পাঠদান চালু করতে চায়।
সিনেমায় একটি মজার দৃশ্য আছে। ছবির একটি চরিত্র স্কুলের দেওয়ালে মূত্র ত্যাগ করতে গিয়ে স্কুলের বাচ্চাদের বানানো বিশেষ ব্যবস্থায় বৈদ্যুতিক শক খেয়ে শায়েস্তা হয়। এই দেয়ালটি পরে ‘র্যাঞ্চোর দেয়াল’নামে পরিচিত হয়। লাদাখে এলেই মানুষ এই দেয়াল দেখতে ভিড় জমায়।