৮ বছর পর চিরকুটের নতুন অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’

দীর্ঘ আট বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরল জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ‘ভালোবাসাসমগ্র’ শিরোনামে আজ প্রকাশ পেল তাদের চতুর্থ অ্যালবাম, যেখানে থাকছে ভালোবাসার নানা রঙে সাজানো দশটি নতুন গান। অ্যালবামের সব গান লিখেছেন ও সুর করেছেন শারমিন সুলতানা সুমি।
চিরকুট জানায়, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ব্যান্ড হিসেবে একটি অ্যালবামই আমাদের অস্তিত্বের বড় প্রমাণ।’ এরইমধ্যে প্রথম গান ‘দামী’এর ভিডিও প্রকাশিত হয়েছে এবং শ্রোতাদের কাছ থেকে মিলছে সাড়া।
নতুন এই অ্যালবাম তাদের বর্তমান সদস্যদের (সুমি, প্রান্ত, দিব্য, ইয়ার ও শুভ্র) প্রথম পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম। গানগুলোর প্রডাকশনে কাজ করেছেন জাকির আহমেদ, ইফতি খাইরুল আলম শুভ, এবং সহযোগী হিসেবে ছিলেন ইয়ার ও জাকির।
চিরকুট আরও জানিয়েছে, অ্যালবাম উপলক্ষে খুব শিগগিরই একটি একক কনসার্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে তাদের।
‘ভালোবাসাসমগ্র’ শুনতে পাওয়া যাচ্ছে স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিকসহ সব প্ল্যাটফর্মে।