ঈদে মুক্তি পাবে এক সিনেমায় ১১ তারকার ‘উৎসব’

পরিবার ছাড়া দেখা নিষেধ—এই ব্যতিক্রমী স্লোগান নিয়ে এল তানিম নূরের নতুন সিনেমা ‘উৎসব’।
এক সিনেমাতেই একসঙ্গে হাজির হয়েছেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান—সব মিলিয়ে ১১ গুণী অভিনয়শিল্পী।এমন তারকাবহুল সিনেমা বাংলাদেশে এটাই প্রথম।
১৩ মে ঢাকায় এক জমকালো সংবাদ সম্মেলনে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। মুখোশ পরে ঢুকে শিল্পীরা একসময় তা খুলে প্রকাশ করেন নিজেদের।
নির্মাতা তানিম নূর জানান, ঈদকে কেন্দ্র করে পরিবার মিলে দেখার মতো একটা সিনেমা বানানোর ইচ্ছা ছিল তার। সেই ইচ্ছা, স্বপ্ন তাড়া করতে গিয়েই নির্মিত হয়েছে ‘উৎসব’।
সিনেমাটি প্রযোজনা করছে ডোপ প্রোডাকশন্স, সহ-প্রযোজনায় চরকি। গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও শিমুল হক। সিনেমার চিত্রগ্রহণে ছিলেন রাশেদ জামান।