আপত্তির মুখে ‘পুলসিরাত’ সিনেমার নাম বদল

সিনেমাটির দৃশ্য। ছবি : ফেসবুক থেকে নেওয়া
তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তিতে রোশান ও শবনম বুবলীর ‘পুলসিরাত’ সিনেমার নাম বদলে ‘সরদার বাড়ির খেলা’ রাখা হয়েছে। গণমাধ্যমে এমন দাবি করেছেন সিনেমাটির পরিচালক রাখাল সবুজ।
পরিচালকের দাবি, ২০২২–২৩ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত এই সিনেমার প্রিভিউ কমিটিতে ইসলামিক শব্দ হওয়ায় নাম পরিবর্তনের পরামর্শ এলে বাধ্য হয়ে শিরোনাম বদলাতে হয়েছে।
পরিচালক ও প্রযোজক জানান, গল্পে কোনো ধর্মীয় উপাদান নেই; তবু দুই সপ্তাহ আগে সার্টিফিকেশনে ‘সরদার বাড়ির খেলা’ নামেই সেন্সর দেওয়া হয়েছে।
সিনেমাটিতে রোশান এক লাঠিখেল প্রশিক্ষক হিসেবে দেখা যাবে, যিনি এক তরুণের জীবন বদলে দেন।
পরিচালক রাখাল সবুজ নিশ্চিত করেছেন, কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সরদার বাড়ির খেলা’।