সিনেমা হলে নয়, বাপ্পীর নতুন সিনেমা মুক্তি পাচ্ছে টেলিভিশনে

তিন বছর আগে সেন্সর ছাড়পত্র পেলেও আজও প্রেক্ষাগৃহে জায়গা পায়নি বাপ্পী চৌধুরীর সিনেমা ‘কুস্তিগীর’। এবার ঈদে অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি—তবে হলে নয়, টেলিভিশনে।
শাহিন সুমন পরিচালিত এই সিনেমাটি কোরবানির ঈদের দ্বিতীয় দিন রাতে দেখা যাবে চ্যানেল আইয়ে। ‘কুস্তিগীর’-এর গল্প গড়ে উঠেছে বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলার পটভূমিতে।
শুটিং হয়েছিল গাজীপুর, কুমিল্লা, নরসিংদীসহ দেশের বিভিন্ন লোকেশনে। কুস্তিগীর চরিত্রে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, তার বিপরীতে আছেন জাহারা মিতু। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, সাবেরী আলম, সুব্রত প্রমুখ।
তবে সিনেমা মুক্তির বিষয়ে বাপ্পী চৌধুরী কিছুই জানেন না বলে দাবি করেছেন। তাঁর ভাষায়, ‘এই সিনেমার কাজই শেষ হয়নি, আমার ডাবিংও হয়নি। টিভিতে বা ইউটিউবে মুক্তির কথাও আমি শুনিনি।’
অন্যদিকে, নির্মাতা শাহিন সুমন বলছেন, ‘হলে মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু এখন সিনেমা হলের সংখ্যা অনেক কম। ঈদে শাকিব খানের সিনেমা মুক্তি পেলে বেশির ভাগ হল সেটার দখলে চলে যায়। এই সিনেমাটি অনেক দিন ধরেই আটকে ছিল, তাই সব দিক বিবেচনা করে ইউটিউবে প্রিমিয়ারের সিদ্ধান্ত নিয়েছি।’
‘ভালোবাসার রঙ’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল বাপ্পীর, সেই সিনেমার পরিচালকও ছিলেন শাহিন সুমন। ‘কুস্তিগীর’ দিয়ে বহুদিন পর আবার তাঁরা একসঙ্গে কাজ করেছেন। যদিও সে অভিজ্ঞতা কতটা পরিপূর্ণ, তা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।