শাকিবের সিনেমার সংগীত ফের নিধির কাঁধে

‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’– প্রতিটি সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েই দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছেন সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি। এবার ঈদুল ফিতরে শাকিব খানের আসন্ন সিনেমার সাউন্ড ডিজাইনেও থাকছেন তিনি।
আবু হায়াত মাহমুদ পরিচালিত ও ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজিত এই সিনেমার নাম এখনও প্রকাশ হয়নি। তবে সম্প্রতি প্রজেক্টটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন নিধি।
২০১৫ সালে ‘আইসক্রিম’ দিয়ে যাত্রা শুরু করা নিধি এর আগে ‘ইতি তোমারই ঢাকা’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘ইনসাফ’সহ অনেক কাজেই নিজের সাউন্ড সিগনেচার তৈরি করেছেন। নতুন এই সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটা দুর্দান্ত। কিছু চরিত্রের আলাদা সাউন্ড থিম থাকবে। যেহেতু সময়টা নব্বইয়ের দশক, তখনকার রক মিউজিকের প্রভাবও থাকবে।’
পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘নিধির কাজের মধ্যে তৃপ্তির চেয়ে তৈরি করার ক্ষুধা বেশি। সে পরীক্ষিত, এবারও ভালো কিছু হবে বলে বিশ্বাস।’
আগামী সপ্তাহেই প্রকাশ হবে সিনেমার ফার্স্টলুক পোস্টার, তখনই জানানো হবে চূড়ান্ত নাম। গত মাসে শাকিব চুক্তিবদ্ধ হওয়ার পর সিনেমাটি নিয়ে গুঞ্জন ছড়ায়—এটি কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর। তবে নির্মাতারা জানিয়েছেন, গল্পটি নব্বইয়ের দশকের ঢাকাকে ঘিরে হলেও এটি কোনো ব্যক্তির জীবনী নয়। ‘গুলিস্তান টু গুলশান’—সব শ্রেণির দর্শকের কথা মাথায় রেখেই নির্মিত হচ্ছে সিনেমাটি।