রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’ : নিশো না করায় নায়ক সিয়াম

এবার আর অ্যাকশন-রোমান্টিক জনরার নয়, ভৌতিক গল্পে সিনেমা নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফী। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘আন্ধার’। আগামী সেপ্টেম্বর মাসেই শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্যধারণ।
সূত্রের বরাতে দেশের একাধিক গণমাধ্যমের খবর, এই সিনেমার জন্য চূড়ান্ত ছিলেন আফরান নিশো। প্রায় ছয় মাধ ধরে সিনেমাটির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণে সরে যান ‘সুড়ঙ্গ’ অভিনেতা।
এ প্রসঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি আয়োজনে নিশো জানিয়েছেন, আমি শারীরিকভাবে আঘাত পেয়েছি। পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। এজন্য রাফীর সঙ্গে নতুন প্রজেক্ট করার কথা থাকলেও করা হলো না।
তবে নতুন খবর হচ্ছে, নিশোর না করা সেই সিনেমাটি করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ইতিমধ্যে সাইনিংও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সিনেমাটির প্রি-প্রডাকশন চলছে। সিয়াম ছাড়া ছবিটিতে চঞ্চল চৌধুরীকেও দেখা যাওয়ার কথা রয়েছে।
তবে ‘আন্ধার’ সিনেমাটি মুক্তি পাবে দুই ঈদের বাইরে।
এছাড়া, আসন্ন রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গেও নতুন সিনেমায় আসছেন সিয়াম। পিওর রোমান্টিক গল্পের সেই সিনেমাটিও ফিরিয়ে দিয়েছিলেন শাকিব খান।