আকশা চ্যাম্পিয়ন, সিনথিয়া রানার্স আপ

ঢাকার হোটেল লা মেরিডিয়ান বলরুমে আয়োজন করা হলো ‘মেগাস্টার ফিলিপাইন ও গ্লোবালব্রান্ডস মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’। জমকালো গ্র্যান্ড গালা অনুষ্ঠানে বিজয়ী, রানার্স আপ এবং ব্র্যান্ড এম্বাসেডরদের হাতে সম্মাননা তুলে দেন গ্লোবাল মিডিয়া ফোরামের প্রেসিডেন্ট ও সাংবাদিক রাজু আলীম, অভিনেত্রী অপু বিশ্বাস, নির্মাতা সাকিব সনেট, এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার ও সিইও ইকবাল হোসেন।
চ্যাম্পিয়ন হয়েছেন আলফি আলমগীর আকশা। ফার্স্ট রানার্স আপ হয়েছেন আদ্রিজা আফরিন সিনথিয়া এবং সেকেন্ড রানার্স আপ হয়েছেন তানজিনা নিলয়। ব্র্যান্ড এম্বাসেডর নির্বাচিত হয়েছেন তমা রশিদ ও তানিশা আক্তার শিলা।
অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন অপু বিশ্বাস, কুসুম শিকদার, রুনা খানসহ অনেকে।
নিজের অনুভূতি জানিয়ে আকশা বলেন, ‘বাংলাদেশের অভিনয়ের দুনিয়ায় নিজেকে অনেক দূর নিয়ে যেতে চাই। আমার খুব ভালো লাগে মেহজাবীন আপুকে—তার ব্যক্তিত্ব আর নীরবে কাজ করে যাওয়া আমাকে ভীষণ মুগ্ধ করে। আমি তার মতোই একজন হতে চাই।’
ফার্স্ট রানার্স আপ সিনথিয়া বলেন, ‘সবার আগে আমি ভালো মানুষ আর সবার ভালো লাগার মানুষ হতে চাই। এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিউটিক্যালস পড়ছি। তবে ভবিষ্যতে নিয়মিত মডেলিং ও অভিনয় করতে চাই। শাবনূরের মতো অভিনেত্রী হওয়া আমার স্বপ্ন। পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায়ও কাজ করতে চাই।’
বিচারক প্যানেলে ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, ইভান শাহরিয়ার সোহাগ ও রয়া চৌধুরী। ফ্যাশন শো, নৃত্য ও নানা আয়োজনে এবারের আসর জমকালো রূপ পায়।