পূজায় কার সঙ্গে ঘুরছেন সৃজিত? টলিপাড়ায় নতুন গুঞ্জন

ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি আবারও প্রেমের গুঞ্জনে টলিপাড়ায় সরগরম। শোনা যাচ্ছে, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় এর সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি।
শারদীয় দুর্গাপূজার উৎসবের মাঝেই এ জুটিকে একসঙ্গে দেখা গেছে বেশ কয়েকবার। সপ্তমীর দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্মিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন সৃজিত নিজেই। পূজা মণ্ডপে মিষ্টি হাসিতে ধরা দেওয়া ছবিতে দুজনের পোশাকেও মিল পাওয়া গেছে সৃজিতের পাঞ্জাবি আর সুস্মিতার শাড়ি যেন একে অপরকে পরিপূর্ণ করেছে।
ক্যামেরায় একসঙ্গে পোজ দেওয়া ছাড়াও দেখা যায়, সুস্মিতার ছবি তুলছেন সৃজিত। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে পরিচালক লিখেছেন, “শুভ সপ্তমী।”
এরপর থেকেই নেটিজেনদের আলোচনায় আরও জোর পেয়েছে গুঞ্জন। অনেকেই ধারণা করছেন, সুস্মিতার সঙ্গেই নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন সৃজিত। তবে দুজনের কেউই এখনো পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।
টলিপাড়ার একাংশ বলছে, সম্পর্কের ধোঁয়াশা থাকলেও পূজার আনন্দে সৃজিত সুস্মিতা জুটির উপস্থিতি এখনই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।