এই সময়ে শিশুরা যেসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে
এখন বসন্ত। যদিও প্রকৃতিতে গ্রীষ্মের আঁচ ভালোই টের পাওয়া যাচ্ছে। রোগবালাইও বাড়ছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, এই সময়ে শিশুরা কোন রোগে বেশি আক্রান্ত হচ্ছে।
এনটিভির সরাসরি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান সুস্থতার ব্যবস্থাপত্র-এ শিশুদের রোগ নিয়ে কথা বলেছেন আজগর আলী হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মেজর (অব.) তাসলিমা ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডা. মেজর (অব.) তাসলিমা ফেরদৌস বলেন, এখন বসন্তকাল। আবহাওয়া একটু শুষ্ক হয়ে আছে। ঠাণ্ডা তো বলতে গেলে নেই একদমই। বরং বেশ গরম পড়ে গেছে। এই সময় প্রধানত যেটা হয়, বাতাসে অনেক বেশি ধুলাবালি থাকে। তার সাথে শহর এলাকাগুলোতে কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে আরও ধুলাবালি আছে। আর দ্বিতীয়ত ধোঁয়া। ধোঁয়াটা কীভাবে হচ্ছে। বসন্তকালে অনেক পাতা ঝরে যায়। সে পাতাগুলোকে যখন পোড়ানো হয়, তখন ধোঁয়া হয়। তা ছাড়া কলকারখানার ধোঁয়া তো আছেই। এ ছাড়া গাড়ির ধোঁয়া। গ্রাম-গঞ্জে এখন কিন্তু অনেক গাড়ি থাকে। আমরা এখন জানি, ঢাকা এখন মোস্ট পলিউটেড সিটি।
ডা. মেজর (অব.) তাসলিমা ফেরদৌস আরও বলেন, বসন্তে অনেক ফুলের সমারোহ হয়। আমরা বাসার মধ্যে ফুল গাছ লাগাই, বাইরে লাগাই। ফুলের যে পরাগ থাকে, রেণু; সেটাও বাতাসে ছড়িয়ে পড়ে। এগুলো হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর। কোথাকার? আউটডোর ট্রিগারিং ফ্যাক্টর। যেসব বাচ্চার শ্বাসনালী অনেক বেশি সংবেদনশীল, যাদের হাঁপানি বা অ্যাজমা হওয়ার প্রবণতা রয়েছে, তাদের এগুলোর একটি ফ্যাক্টরই যথেষ্ট শ্বাসকষ্ট হওয়ার জন্য। এ ছাড়া বাতাসে যেহেতু ধুলাবালি থাকে, তার সাথে প্রচুর রোগজীবাণু উড়ে বেড়ায়। তো যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এমনিতে তো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের চেয়ে কম। এই জীবাণুগুলো যখন তাদের ফুসফুস পর্যন্ত চলে যায়, তখন নিউমোনিয়া হয়।
ডা. মেজর (অব.) তাসলিমা ফেরদৌস যুক্ত করেন, এই সময় ভাইরাসজনিত কাশি হয়, যেটাকে আমরা বলি ব্রনকিউলাইটিস। ব্রনকিউলাইটিস যখন হয়, তখন প্রচুর কাশি হয় এবং অনেক সময় আমাদের কনফিউশন হয় যে কোনটা ব্রনকিউলাইটিস, কোনটা নিউমোনিয়া। তা ছাড়া কিছু বাচ্চাকে আমরা দেখি, প্রায় সময় তাদের সর্দি ঝরছে। কাশি নেই। কখনও পাতলা পানি পড়ছে, কখনও ঘন পানি পড়ছে। এটা মারাত্মক কিছু নয়, কিন্তু ভাইরাস দিয়ে হয়। তা ছাড়া আমরা জানি, পুরো পৃথিবীতে কোভিড চলছে। এই সময়ে বাচ্চাদের যদি কোভিড-১৯ ইনফেকশন হয়, তাহলে সর্দি-কাশি হতে পারে।
শিশুদের বিভিন্ন রোগ ও এর প্রতিকার বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।